Ajker Patrika

দুই শিশুকে মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৪
দুই শিশুকে মারধরের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে গত শুক্রবার সকালে মরাধরের এই ঘটনা ঘটে। গত শনিবার রাতে এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন শিশু দুটির মা।

অভিযোগ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের গোলাম রব্বানী ও তার ভাই আব্দুল আওয়ালের মধ্যে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার সকালে গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম অসুস্থ মাকে দেখতে বাপের বাড়িতে যান। এ সুযোগে তার দেবর আওয়াল ও তার স্ত্রী বিথী বেগম বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গোলাম রব্বানীর মেয়ে সাদিয়া আক্তার এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচা আব্দুল আওয়াল ও তার স্ত্রী।

একপর্যায়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে সাদিয়া ও তার বুদ্ধি প্রতিবন্ধী বোন ছুয়াকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করেন। পরে তারা দুই বোনের মাথার চুল ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে। এ ঘটনায় গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম বাদী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, বাড়িঘরে হামলা ভাঙচুর ও দুইজনকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত