Ajker Patrika

গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ওয়েবসাইট

মুসাররাত আবির
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২: ০৩
গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ওয়েবসাইট

রিসার্চ পেপার বা গবেষণাপত্র হলো কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে করা বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া। কোনো বিষয়ে নতুনত্ব আনার জন্য গবেষণা করা হয়। বাস্তব জীবনের কোনো সমস্যার সমাধান করাই হলো গবেষণাপত্রের মূল উদ্দেশ্য। থিসিস পেপার ও রিসার্চ পেপারের মধ্যে পার্থক্য হলো রিসার্চ পেপার নিজ উদ্যোগে করা হয়। এর জন্য কোনো সুপারভাইজার বা কমিটির দরকার নেই। 

স্নাতক পর্যায়েই রিসার্চ পেপারের কাজ শুরু করে দেওয়া উচিত। কারণ, বিদেশে স্কলারশিপসহ উচ্চশিক্ষার জন্য গুণগত গবেষণাপত্রের গুরুত্ব অনেক। আর কিছু সফটওয়্যার ব্যবহার করলে আপনার গবেষণাপত্র লেখার কাজ আরও সহজ হয়ে যায়। আপনি যদি কোনো গবেষণাপত্র লিখতে চান, তাহলে এর জন্য আপনার কিছু টুলস লাগবেই। যেমন, 
ইংলিশ রাইটিং টুল, গ্রামার চেকিং টুল, স্ট্যাটিসটিকস টুল, প্লেজারিজম চেকার ইত্যাদি। চলুন, সেইসব সফটওয়্যারের কথা জেনে নেওয়া যাক। 

ট্রান্সলেটর
গুগল ট্রান্সলেটরে কোনো কিছু অনুবাদ করতে গেলে তা আমাদের একেবারে আক্ষরিক অনুবাদ দেখায়, যা একদমই পড়ার মতো না। নিচের এই ওয়েবসাইটগুলো তুলনামূলক ভালো অনুবাদ করতে সাহায্য করবে:
(http://mobile.reverso.net/en)
(https://www.wordreference.com)
(http://www.worldlingo.com)
(https://www.babelfish.com)
(http://translation2.paralink.com)
(https://www.freetranslation.com)
(https://m.freetranslations.org)

গ্রামার চেকার
বেশির ভাগ রিসার্চ পেপারই ইংরেজিতে হয়ে থাকে। আর সে ক্ষেত্রে বানান, ব্যাকরণ ও লেখার ধরন ঠিক আছে কি না, তা মাথায় রাখা জরুরি। তেমন কিছু ওয়েবসাইট হলো: (https://www.grammarly.com)
(https://www.grammarcheck.net)
(http://mobile.reverso.net/en)
(https://www.onlinecorrection.com)
(https://spellcheckplus.com/)

ওয়ার্ড সার্চ
ইংরেজি বিভিন্ন শব্দ, প্রতিশব্দ, বাগ্‌ধারা খুঁজে পাবেন এসব  ওয়েবসাইটে: 
(https://www.thesaurus.com/)
(http://www.englishdaily626.com/)

রুল চেকার
আপনার লেখা সঠিক নিয়ম মেনেছে কি না, তা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন: (http://www.afterthedeadline.com/)
(http://www.reverso.net/spell-chec/english-spelling-grammar)
(https://prowritingaid.com/)
 
স্ট্যাটিসটিকস
আপনি কোয়ান্টিটিভ রিসার্চ, কোয়ালিটিভ রিসার্চ বা স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস যা-ই করেন না কেন, গবেষণাপত্র লেখার সময় অনেক তথ্য-উপাত্ত ব্যবহার করতে হয়। এসব ওয়েবসাইট আপনার ডেটা স্প্রেডশিট থেকে কপি করে সরাসরি অ্যানালাইসিস করে দেবে: 
(https://www.graphpad.com/quickcalcs/)
(https://www.easycalculation.com/)
(https://danielsoper.com/statcalc/)
(http://vassarstats.net/)
(https://www.socscistatistics.com/tests/)
(https://surfstat.anu.edu.au/)

প্লেজারিজম চেকার
আপনার গবেষণাপত্র যদি অন্য কারও সঙ্গে না মিলে, সে জন্য প্লেজারিজম চেকার ব্যবহার করতে হবে। 
(https://help.turnitin.com/)
(https://www.scribbr.com/plagiarism-checker/)
(http://en.writecheck.com/)
(https://plagiarismdetector.net)
(https://www.duplichecker.com)

গুগল স্কলার
গুগলের একটি ফ্রি রিসার্চ টুল হলো গুগল স্কলার। এই টুলের মাধ্যমে আপনি ইন্টারনেটে যেকোনো বিষয়ের ওপর করা অ্যাকাডেমিক লিটারেচার, সায়েন্টিফিক আর্টিকেল, জার্নাল, হোয়াইট পেপার ও প্যাটেন্ট খুঁজে পাবেন। শুধু চেনা-জানা ওয়েবসাইট থেকেই এটা আপনাকে পেপার খুঁজে দেবে না, বরং নানান ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও আপনাকে পেপার খুঁজতে সাহায্য করবে। এখানে রয়েছে ‘কিওয়ার্ড অ্যালার্ট’ চালু করার সুবিধা। অর্থাৎ আপনি গুগলকে নির্দিষ্ট একটি শব্দ জানিয়ে রাখলে তা আপনাকে ওই সম্পর্কিত সব রিসার্চ পেপার সম্পর্কে জানিয়ে দেবে। গুগল স্কলারে রয়েছে সাইটেশন নম্বর, ভার্সন ও সাইটিং আর্টিকেল খুঁজে পাওয়ার সুবিধা। এমনকি কেউ আপনার আর্টিকেল সাইটেড করলে তা-ও জানতে পারবেন। 

মাইক্রোসফট এক্সেল
এক্সেলের কাজ মোটামুটি সবারই জানা। এর অসংখ্য ফিচার রিসার্চের কাজে দরকার হয়। বিশেষ করে আপনি যদি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করে থাকেন। গড় করা থেকে শুরু করে যোগ, গুণ, ভাগ সব আপনি এখানে করতে পারবেন। চার্ট, পিভট টেবিলের মাধ্যমে আপনি কমপ্লেক্স স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস, ডেসক্রিপ্টিভ স্ট্যাটিসটিকস, হিস্টোগ্রাম, এফ-টেস্ট, র‍্যান্ডম নাম্বার জেনারেশন, ফোরিয়ার অ্যানালাইসিস, সবই করতে পারবেন। 

রিসার্চগেট
রিসার্চগেট হলো রিসার্চারদের সামাজিক যোগাযোগমাধ্যম। বিজ্ঞানী, স্কলার, পিএইচডি শিক্ষার্থী ও রিসার্চার মিলিয়ে মোট ১১ মিলিয়ন সদস্য আছে এখানে। আপনি ইনস্টিটিউশনাল ইমেইল অ্যাড্রেস দিয়ে এখানে সহজেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। প্রোফাইল তৈরির পর ছবি, পাবলিকেশন লিস্ট, ফুল টেক্সট পেপার—সব কিছুই আপলোড করতে পারবেন। শুধু তা-ই নয়, চাইলে অন্য রিসার্চারদের সঙ্গে একসঙ্গে কাজও করতে পারবেন। সূত্র: (https://www. ref-n-write.com/blog/top-research-tools-and-software-for-academics-and-research-students/)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত