হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২০১৫ সালে ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নগরীর পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কে দুটি সুইমিংপুল ও জিমনেশিয়াম নির্মাণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরপর দীর্ঘ ৭ বছরেও এ দুটি সুইমিং পুল চালু করতে পারেনি চসিক। নির্মাণত্রুটির কারণে দীর্ঘ দিন অব্যবহৃত থাকার পর সেগুলো অপসারণে উদ্যোগ নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। ওই পার্ককে ঘিরে ১২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্পও বাস্তবায়ন করতে যাচ্ছে সংস্থাটি। এটি বাস্তবায়ন করতে চসিকনির্মিত এ দুটি সুইমিংপুল অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সব কারণে গচ্চা যাচ্ছে সুইমিংপুল নির্মাণে খরচ হওয়া ৩ কোটি ৯৪ লাখ টাকা। অপরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়নের কারণেই এই অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে বিষয়টি অস্বীকার করেছেন চসিকের কর্মকর্তা। তাঁরা বলছেন, পরিকল্পিতভাবেই সুইমিংপুল দুটি নির্মাণ করা হয়েছিল। পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দারা একটি মামলা করায় সুইমিংপুল দুটি চালু করা সম্ভব হয়নি।
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. আবুল খায়ের বলেন, ‘পার্কটির উন্নয়নে ২০১৭ সালে আমরা একটি প্রকল্প নিয়েছিলাম। সিটি করপোরেশনের আপত্তির কারণে তখন সেটি বাস্তবায়ন করা যায়নি। করপোরেশন তাদের আপত্তি প্রত্যাহার করে নেওয়ায় এখন আমরা ওই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়নে বিদ্যমান দুটি সুইমিং পুল অপসারণ করার প্রস্তাব দিয়েছে উপকারভোগীরা। সেই আলোকে আমরা গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে সুইমিং পুল দুটি অপসারণের প্রস্তাব পাঠিয়েছি।’
সুইমিংপুল দুটি পরিকল্পিত ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়নি। তাই এগুলো বিদ্যমান রেখে নতুন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও জানান আবুল খায়ের।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, জাতিসংঘ পার্কের যেই অংশে সুইমিংপুল নির্মাণ করা হয়েছে, সীমানাঘেরা ওই অংশের গেটটি বন্ধ। অপর অংশের চারপাশে সীমানা দেয়ালের কোনো অস্তিত্ব নেই। কিছু অংশ মাটি দিয়ে উঁচু করা হয়েছে। আবার কিছু অংশ আগের মতোই নিচু। এখানে কিছু ছোট ছোট গাছ দেখা যায়। মাঝে মাঝে বসার কিছু বেঞ্চ আছে। কিন্তু এসব বেঞ্চে বসার মতো কোনো পরিবেশ নেই। পরিত্যক্ত হয়ে পড়ে আছে পার্কের এ অংশটি। দীর্ঘদিন এসব সুইমিংপুল কেউ ব্যবহার করেনি। স্থানীয়রা জানিয়েছেন, সুইমিংপুল নির্মাণের পর থেকেই বন্ধ করে রাখা হয়েছে। ২০১৬ সালের দিকে একবার সাঁতার প্রতিযোগিতা হয় এখানে। এরপর আর কেউ এটি ব্যবহারের সুযোগ পায়নি।
এদিকে সুইমিংপুল নির্মাণের পর তা ফেলে রাখা এবং সেখানে নতুন করে প্রকল্প নেওয়াকে সরকারি অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন প্ল্যানার্স ফোরাম ফর চিটাগংয়ের সদস্য প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জবাবদিহি না থাকায় এ ধরনের অবস্থা তৈরি হচ্ছে। চেয়ারে বসেই ইচ্ছেমতো প্রকল্প নিচ্ছেন কেউ, বাস্তবায়নও করছেন। প্রকল্পগুলো থেকে সুফল পাওয়া যাবে কী যাবে না সেটি তাঁদের মাথায় থাকে না। যদি জবাবদিহি থাকত তাহলে কেউ এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে পারতেন না।’
সুভাষ বড়ুয়া আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে ফিজিবিলিটি স্টাডি করা হয়। এর প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হয়। টেকনিক্যাল কমিটি করে তাঁদের মতামত অগ্রাধিকার দিতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো করা হয় না। হুটহাট করে কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়। পরে দেখা যায়, এসব প্রকল্প মানুষের কোনো কাজে আসে না।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ‘পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান’ শিরোনামে জাতিসংঘ পার্কের উন্নয়নে প্রকল্প নেয় গণপূর্ত অধিদপ্তর। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ১২ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকা। কিন্তু চসিকের আপত্তিতে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে আটকে যায়।
২০১৫ সালে ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নগরীর পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কে দুটি সুইমিংপুল ও জিমনেশিয়াম নির্মাণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরপর দীর্ঘ ৭ বছরেও এ দুটি সুইমিং পুল চালু করতে পারেনি চসিক। নির্মাণত্রুটির কারণে দীর্ঘ দিন অব্যবহৃত থাকার পর সেগুলো অপসারণে উদ্যোগ নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। ওই পার্ককে ঘিরে ১২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্পও বাস্তবায়ন করতে যাচ্ছে সংস্থাটি। এটি বাস্তবায়ন করতে চসিকনির্মিত এ দুটি সুইমিংপুল অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সব কারণে গচ্চা যাচ্ছে সুইমিংপুল নির্মাণে খরচ হওয়া ৩ কোটি ৯৪ লাখ টাকা। অপরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়নের কারণেই এই অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তবে বিষয়টি অস্বীকার করেছেন চসিকের কর্মকর্তা। তাঁরা বলছেন, পরিকল্পিতভাবেই সুইমিংপুল দুটি নির্মাণ করা হয়েছিল। পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দারা একটি মামলা করায় সুইমিংপুল দুটি চালু করা সম্ভব হয়নি।
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. আবুল খায়ের বলেন, ‘পার্কটির উন্নয়নে ২০১৭ সালে আমরা একটি প্রকল্প নিয়েছিলাম। সিটি করপোরেশনের আপত্তির কারণে তখন সেটি বাস্তবায়ন করা যায়নি। করপোরেশন তাদের আপত্তি প্রত্যাহার করে নেওয়ায় এখন আমরা ওই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়নে বিদ্যমান দুটি সুইমিং পুল অপসারণ করার প্রস্তাব দিয়েছে উপকারভোগীরা। সেই আলোকে আমরা গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে সুইমিং পুল দুটি অপসারণের প্রস্তাব পাঠিয়েছি।’
সুইমিংপুল দুটি পরিকল্পিত ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়নি। তাই এগুলো বিদ্যমান রেখে নতুন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও জানান আবুল খায়ের।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, জাতিসংঘ পার্কের যেই অংশে সুইমিংপুল নির্মাণ করা হয়েছে, সীমানাঘেরা ওই অংশের গেটটি বন্ধ। অপর অংশের চারপাশে সীমানা দেয়ালের কোনো অস্তিত্ব নেই। কিছু অংশ মাটি দিয়ে উঁচু করা হয়েছে। আবার কিছু অংশ আগের মতোই নিচু। এখানে কিছু ছোট ছোট গাছ দেখা যায়। মাঝে মাঝে বসার কিছু বেঞ্চ আছে। কিন্তু এসব বেঞ্চে বসার মতো কোনো পরিবেশ নেই। পরিত্যক্ত হয়ে পড়ে আছে পার্কের এ অংশটি। দীর্ঘদিন এসব সুইমিংপুল কেউ ব্যবহার করেনি। স্থানীয়রা জানিয়েছেন, সুইমিংপুল নির্মাণের পর থেকেই বন্ধ করে রাখা হয়েছে। ২০১৬ সালের দিকে একবার সাঁতার প্রতিযোগিতা হয় এখানে। এরপর আর কেউ এটি ব্যবহারের সুযোগ পায়নি।
এদিকে সুইমিংপুল নির্মাণের পর তা ফেলে রাখা এবং সেখানে নতুন করে প্রকল্প নেওয়াকে সরকারি অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন প্ল্যানার্স ফোরাম ফর চিটাগংয়ের সদস্য প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জবাবদিহি না থাকায় এ ধরনের অবস্থা তৈরি হচ্ছে। চেয়ারে বসেই ইচ্ছেমতো প্রকল্প নিচ্ছেন কেউ, বাস্তবায়নও করছেন। প্রকল্পগুলো থেকে সুফল পাওয়া যাবে কী যাবে না সেটি তাঁদের মাথায় থাকে না। যদি জবাবদিহি থাকত তাহলে কেউ এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে পারতেন না।’
সুভাষ বড়ুয়া আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে ফিজিবিলিটি স্টাডি করা হয়। এর প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হয়। টেকনিক্যাল কমিটি করে তাঁদের মতামত অগ্রাধিকার দিতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো করা হয় না। হুটহাট করে কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়। পরে দেখা যায়, এসব প্রকল্প মানুষের কোনো কাজে আসে না।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ‘পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান’ শিরোনামে জাতিসংঘ পার্কের উন্নয়নে প্রকল্প নেয় গণপূর্ত অধিদপ্তর। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ১২ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকা। কিন্তু চসিকের আপত্তিতে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে আটকে যায়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫