রিমন রহমান, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য (ভিসি) হতে প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় দৌড় শুরু হয়েছে। ভিসি প্রার্থী হিসেবে প্রথম দফায় যাঁরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন, তাঁদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হয়নি। তাই আরেক দফা তদবির শুরু হয়েছে।
রুয়েটের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের উপাচার্য থাকার মেয়াদ শেষ হয় গত ৩০ জুলাই। এর এক দিন পর শিক্ষা মন্ত্রণালয় রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেয়। এরপর প্রায় চার মাস ধরে রুয়েট চালাচ্ছেন ভারপ্রাপ্ত ভিসি। এই সময়ের মধ্যে নতুন ভিসির নিয়োগ সম্পন্ন হয়নি।
রুয়েটের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, গত ১২ আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির মেয়াদ শেষ হয়। এরপর এক অধ্যাপককে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ১ সেপ্টেম্বর কুয়েটের ভিসি নিয়োগ হয়ে গেছে। অথচ কুয়েটের আগে রুয়েটের ভিসির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন ভিসি নিয়োগ হয়নি। নানামুখী তদবিরের কারণে মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
রুয়েট সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষের পর গত জুলাইয়ে বেশ কয়েকজন অধ্যাপক ভিসি হওয়ার জন্য মন্ত্রণালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়ে আসেন। কেউ কেউ এমপি-মন্ত্রীর সুপারিশ নিয়েও মন্ত্রণালয়ে ধরনা দেন। কিন্তু তখনকার একজনের জীবনবৃত্তান্ত বিবেচনায় নেওয়া হয়নি। দ্বিতীয় দফায় আবার জীবনবৃত্তান্ত নেওয়া হচ্ছে।
এবার ভিসি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডজনখানেক অধ্যাপক। তাঁদের মধ্যে প্রথম দফায় চেষ্টা করা কয়েকজনও আছেন। নতুন করে ভিসি প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকার, একই বিভাগের অধ্যাপক মো. তারিফ উদ্দিন, আবদুস সোবহান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন ও গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শামীমুর রহমান।
এ ছাড়া প্রথম থেকেই ভিসি হওয়ার দৌড়ে আছেন সাবেক ভিসি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল আলম বেগ, সদ্য সাবেক ভিসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রফিকুল ইসলাম সেখ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক আব্দুল আলীম, যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তফী, একই বিভাগের এমদাদুল হক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নজরুল ইসলাম মণ্ডল।
আগে থেকেই ভিসি হওয়ার চেষ্টায় থাকা এসব অধ্যাপকের বিভিন্নজনকে নিয়ে নানা রকম বিতর্ক আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিসি প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকার সম্ভাবনা আছে এন এইচ এম কামরুজ্জামান সরকারের। রুয়েটে তাঁর পরিচ্ছন্ন ইমেজ আছে। তিনি রুয়েটের সাবেক ছাত্রকল্যাণ উপদেষ্টা। তাঁর বাবা নুরুল হুদা সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা। বড় ভাই আসলাম সরকার মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর তাঁর ভাবি ইসমত আরা মহানগর যুব মহিলা লীগের সভাপতি।
ইউজিসির সদস্য মো. আবু তাহের বলেন, উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ভিসি হতে অনেকেই চাইবেন, কিন্তু ভিসি হবেন একজন। সব দিক থেকে ভালো এই একজনকে খুঁজতে হয়তো একটু সময় লাগছে। মন্ত্রণালয় কাজ করছে। দ্রুতই হয়তো ভিসি নিয়োগ হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য (ভিসি) হতে প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় দৌড় শুরু হয়েছে। ভিসি প্রার্থী হিসেবে প্রথম দফায় যাঁরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন, তাঁদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হয়নি। তাই আরেক দফা তদবির শুরু হয়েছে।
রুয়েটের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের উপাচার্য থাকার মেয়াদ শেষ হয় গত ৩০ জুলাই। এর এক দিন পর শিক্ষা মন্ত্রণালয় রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেয়। এরপর প্রায় চার মাস ধরে রুয়েট চালাচ্ছেন ভারপ্রাপ্ত ভিসি। এই সময়ের মধ্যে নতুন ভিসির নিয়োগ সম্পন্ন হয়নি।
রুয়েটের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, গত ১২ আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির মেয়াদ শেষ হয়। এরপর এক অধ্যাপককে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ১ সেপ্টেম্বর কুয়েটের ভিসি নিয়োগ হয়ে গেছে। অথচ কুয়েটের আগে রুয়েটের ভিসির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন ভিসি নিয়োগ হয়নি। নানামুখী তদবিরের কারণে মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
রুয়েট সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষের পর গত জুলাইয়ে বেশ কয়েকজন অধ্যাপক ভিসি হওয়ার জন্য মন্ত্রণালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়ে আসেন। কেউ কেউ এমপি-মন্ত্রীর সুপারিশ নিয়েও মন্ত্রণালয়ে ধরনা দেন। কিন্তু তখনকার একজনের জীবনবৃত্তান্ত বিবেচনায় নেওয়া হয়নি। দ্বিতীয় দফায় আবার জীবনবৃত্তান্ত নেওয়া হচ্ছে।
এবার ভিসি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডজনখানেক অধ্যাপক। তাঁদের মধ্যে প্রথম দফায় চেষ্টা করা কয়েকজনও আছেন। নতুন করে ভিসি প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকার, একই বিভাগের অধ্যাপক মো. তারিফ উদ্দিন, আবদুস সোবহান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন ও গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শামীমুর রহমান।
এ ছাড়া প্রথম থেকেই ভিসি হওয়ার দৌড়ে আছেন সাবেক ভিসি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল আলম বেগ, সদ্য সাবেক ভিসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রফিকুল ইসলাম সেখ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক আব্দুল আলীম, যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তফী, একই বিভাগের এমদাদুল হক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নজরুল ইসলাম মণ্ডল।
আগে থেকেই ভিসি হওয়ার চেষ্টায় থাকা এসব অধ্যাপকের বিভিন্নজনকে নিয়ে নানা রকম বিতর্ক আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিসি প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকার সম্ভাবনা আছে এন এইচ এম কামরুজ্জামান সরকারের। রুয়েটে তাঁর পরিচ্ছন্ন ইমেজ আছে। তিনি রুয়েটের সাবেক ছাত্রকল্যাণ উপদেষ্টা। তাঁর বাবা নুরুল হুদা সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা। বড় ভাই আসলাম সরকার মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর তাঁর ভাবি ইসমত আরা মহানগর যুব মহিলা লীগের সভাপতি।
ইউজিসির সদস্য মো. আবু তাহের বলেন, উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ভিসি হতে অনেকেই চাইবেন, কিন্তু ভিসি হবেন একজন। সব দিক থেকে ভালো এই একজনকে খুঁজতে হয়তো একটু সময় লাগছে। মন্ত্রণালয় কাজ করছে। দ্রুতই হয়তো ভিসি নিয়োগ হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪