Ajker Patrika

অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ১০
অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভানুর বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে ভাটিয়ারি টোব্যাকো গেট এলাকায় এই মানববন্ধন করা হয়। এতে প্রতিবাদী নানা ব্যানার পোস্টার-ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তব্য দেন ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মহিউদ্দিন, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, ব্যবসায়ী মো. খোরশেদ আলম, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. মনির, মো. নবী সওদাগর, মো. রাশেদ, মো. পারভেজ প্রমুখ।

এ সময় তাঁরা অভিযোগ করেন, মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির স্বার্থ রক্ষা করতে স্থানীয় অর্ধশতাধিক ব্যবসায়ীকে উচ্ছেদে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সওজ। ২০১৭ সালে স্থানীয় এক প্রভাবশালী কাছ থেকে সওজের বেশ কিছু জায়গা কিনে নেন তিনি। এরপর থেকে আশপাশের জায়গাগুলোর প্রতি দৃষ্টি পড়ে তার। ব্যবসায়ীদের উচ্ছেদে সওজের কতিপয় কর্মকর্তার সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদ হোসেন এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত