Ajker Patrika

পুরোনো জুটির নতুন ছবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৮: ৩০
Thumbnail image

টিভি নাটক থেকে সিয়াম যখন চলচ্চিত্রে এলেন, প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছিলেন পূজাকে। বয়সে পূজা অনেক ছোট হলেও চলচ্চিত্রের ক্যারিয়ারে তিনি সিয়ামের সিনিয়র! স্কুলবয়সেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন পূজা। বেশ কয়েকটি ছবির ‘শিশুশিল্পী’ পূজা ২০১৮ সালে প্রথম নায়িকা হয়ে আসেন অভিমন্যু মুখার্জির ‘নূরজাহান’-এ। সিয়ামের অভিষেকও একই বছর, ‘পোড়ামন ২’ দিয়ে।

পরপর দুটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে ঢাকাই ছবিতে নতুন সম্ভাবনা দেখিয়েছিলেন সিয়াম-পূজা। এরই সূত্র ধরে ‘শান’ ছবিতেও নেওয়া হয় তাঁদের। এরই মধ্যে পেরিয়ে গেছে তিনটি বছর। শুটিং শেষ করে এত দিন বসেই ছিল ‘শান’ ইউনিট। করোনা মহামারির কবলে পড়ে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করতে পারেননি পরিচালক এম রাহিম। তবে ছবিটি হলে মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানালেন তিনি। করোনা পরিস্থিতির অবনতি না হলে চলতি মাসেই মুক্তি দিতে চান ‘শান’।

মানব পাচারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শান’। পুলিশি থ্রিলার ধাঁচের এ ছবিতে আছে সত্য কাহিনির ছোঁয়া। তবে সবকিছু পেরিয়ে সিয়াম-পূজা জুটির হাত ধরেই ‘শান’-এর ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা দেখছেন অনেকে। মিশা সওদাগর তো বলেই ফেললেন, ‘যেমন চাঁদ আর সূর্য—একে অপরের পরিপূরক। আমার মনে হয়, সিয়াম-পূজাও তেমন। এই জুটির নামটি উচ্চারণ করা সহজ। যাদের নাম বলতে আরাম লাগে, তাদের কাজ দেখতেও আরাম লাগে। জুটি হিসেবে তারা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। ভবিষ্যতে তাদের হাত ধরেই আরেকটি সফল জুটি দেখতে পাবে ইন্ডাস্ট্রি।’

‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ নাজিম উদ দৌলার। এ ছবির মাধ্যমে ২২ বছর পর একই চলচ্চিত্রে অভিনয় করেছেন চম্পা ও অরুণা বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত