Ajker Patrika

জাককানইবিতে বললেন পিএসসি চেয়ারম্যান

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১০
জাককানইবিতে বললেন পিএসসি চেয়ারম্যান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আমরা যে বিশ্ববিদ্যালয়েই পড়ি না কেন, সেটি আমাদের নিজেদের কাছে সেরা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষকেরা সেরা শিক্ষক। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, সবকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠানকে তুলে ধরা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ ঠিক রাখা। এটি নিশ্চিত করা গেলে সবার জন্যই মঙ্গল হবে।’

গতকাল সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘উন্নত বিশ্বে পরিণত হওয়ার জন্য সরকার নানা কার্যক্রম পরিচালনা করছে। দক্ষ জনবল তৈরি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশ্ববিদ্যালয় আমাদের নেতৃত্বের গুণাবলি শাণিত করে, ভালোমন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেয়, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করে।’

সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি বলেন, ‘নবাগত শিক্ষার্থীরা যদি লেখাপড়া ঠিকমতো করে, বাহাত্তরের সংবিধান অনুসারে উন্নত দেশের অভিযাত্রায় নিজেদের শামিল করে, তাহলে তাঁদের ভবিষ্যৎ হবে স্বর্ণালি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত