Ajker Patrika

জমি অধিগ্রহণ জটিলতায় মসজিদ নির্মাণে অনিশ্চয়তা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১২: ২৫
জমি অধিগ্রহণ জটিলতায়  মসজিদ নির্মাণে অনিশ্চয়তা

জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্মাণের কার্যাদেশ পাওয়ার চার বছর পেরিয়ে গেলেও এই মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্পের নির্ধারিত সময় পার হয়ে গেছে।

ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝালকাঠি জেলা শহর ও সদর উপজেলা পর্যায়ে দুটি; রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতে একটি করে মোট পাঁচটি মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ পায় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪৩ শতক জমির ওপর নির্দিষ্ট নকশায় প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। এর মধ্যে জেলা পর্যায়ে চারতলা ও উপজেলা পর্যায়ে তিনতলা ভবন নির্মাণ করা হবে। পাঁচটি মডেল মসজিদের নির্মাণকাজ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এর মধ্যে রাজাপুর মডেল মসজিদের নির্মাণকাজ শেষে গত বছরের জুনে উদ্বোধন করা হয়। নলছিটি মডেল মসজিদের কাজ এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। জেলা পর্যায়ে মসজিদ নির্মাণ হবে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে। সেখানে নিচু জমি ভরাট করে ঠিকাদার নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছেন। তবে সদর ও কাঠালিয়া উপজেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণে জটিলতা দেখা দেওয়ায় শুরু হয়নি নির্মাণকাজ।

ঝালকাঠি কলেজ মোড়ে খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কের পাশে জেলা পর্যায়ের মডেল মসজিদের জন্য ৪৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর প্রায় এক কিলোমিটারের কাছাকাছি মানপাশা টেম্পোস্ট্যান্ডের পাশে সদর উপজেলার মডেল মসজিদের জমি অধিগ্রহণ করা হয়। দুটি মসজিদের দূরত্ব কাছাকাছি হওয়ায় সদর উপজেলার মডেল মসজিদটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানান্তর করা হয়। বাসস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মসজিদের জন্য স্থান নির্ধারণ করে গণপূর্ত বিভাগ। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সেই জায়গা মসজিদের জন্য দিতে রাজি নয়। এতে সদর উপজেলার মসজিদ নির্মাণে অনিশ্চয়তা দেখা দেয়।

একই অবস্থা কাঠালিয়া উপজেলা মডেল মসজিদের জায়গা নির্ধারণেও। সেখানেও জটিলতা দেখা দিয়েছে। কাঠালিয়া উপজেলা ভূমি অফিস ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক সড়কের পাশে ৪৩ শতক জমি নির্ধারণ করে। কিন্তু দেখা যায়, ওই জমির ৪০ শতাংশ সড়কের এক পাশে পড়েছে। বাকি ৩ শতাংশ সড়কের অন্য পাশে। জমির মালিক আলাদা, খতিয়ান ও দাগ আলাদা। এতে জমি অধিগ্রহণের কাজ আটকে যায়।

শহরের গুরুধাম এলাকার আইনজীবী কামাল হোসেন জানান, তিন-চার বছরেও উপজেলা সদরের মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্বাচন না করতে পারাটা দুঃখজনক। তিনি বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে কেন এত বিলম্ব হচ্ছে? কাদের গাফিলতির জন্য এত দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।’

ঝালকাঠি সদর ও নলছিটি মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদার শানু গাজী জানান, সদর উপজেলায় জায়গা পেলেই কাজ শুরু করা হবে। নলছিটি মডেল মসজিদের নির্মাণকাজ দ্রুত শেষ করতে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হবে।

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হোসেন জানান, ভবিষ্যতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক চার লেন হলে বাসস্ট্যান্ডের পাশের ওই জায়গায় অফিস ভবন নির্মাণ করা হবে। এ জন্য মডেল মসজিদের জন্য জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সড়ক বিভাগ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে।

ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, করোনা পরিস্থিতির কারণে মসজিদের স্থান নির্ধারণ, ভূমি অধিগ্রহণসহ নানা কারণে নির্মাণকাজে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। দ্রুত জটিলতা নিরসন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত