Ajker Patrika

ধান-মাছ বাঁচাতে বাঁধ কাটল বিক্ষুব্ধ জনতা

বাগেরহাট প্রতিনিধি
ধান-মাছ বাঁচাতে বাঁধ কাটল বিক্ষুব্ধ জনতা

বাগেরহাটের মোরেলগঞ্জে খননের জন্য বিষখালী নদীতে বাঁধ দেওয়ায় কচুয়ার বাধাল, রাড়িপাড়া ও গোপালপুর এবং মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের প্রায় ৪০ গ্রাম পানিশূন্য হয়ে পড়েছিল। বিঘ্নিত হচ্ছিল ধানের আবাদ ও মাছ চাষ। এমন অবস্থায় বাঁধ কেটে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে কয়েক শ নারী-পুরুষ বলেশ্বর ও বিষখালি নদীর সংযোগস্থলে দেওয়া বাঁধ কাটতে শুরু করেন। স্থানীয় বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আলীসহ গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন। বিকেল ৩টার দিকে বাঁধ কেটে পানি আনা হয়।

কোতয়াল ইলিয়াস আলী বলেন, ‘পানির জন্য পুরো এলাকায় হাহাকার লেগে গেছিল। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ মিলে দুই হাজার মানুষ এসেছে। যে যেভাবে পেরেছে বাঁধ কেটেছে। কয়েকটা বাঁধ দেওয়া ছিল, কাটা হয়েছে। এখন পর্যাপ্ত পানি পাওয়া যাবে।’

মৃতপ্রায় বিষখালী নদীর খননকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে গত অক্টোবরে বাধাল, পূর্ব বিষখালীসহ কয়েকটি জায়গায় একাধিক বাঁধ দেওয়া হয়। এখন বাঁধ কেটে দেওয়ায় খননকাজে সমস্যা হবে বলে দাবি করেছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মাদ আল-বিরুনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত