Ajker Patrika

নৌকাডুবিতে নিখোঁজ পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৯: ৩৫
নৌকাডুবিতে নিখোঁজ পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ পল্লিচিকিৎসক অসীম আচার্যের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোসাইপুর এলাকায় তিতাস নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি অসীম বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে।

গত শনিবার রাতে অসীম ও তাঁর সঙ্গে নেপাল সরকার নামে আরও একজন মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে ছোট খেয়া চালিয়ে তিতাস নদী পার হচ্ছিলেন। মাঝ নদীতে আসলে একটি বাল্কহেডের সঙ্গে তাঁদের নৌকার ধাক্কা লাগে। এতে নেপাল সরকার সাঁতার কেটে তীরে উঠলেও অসীমের খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল দমকল বাহিনীর সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।

গত শনিবার রাতে তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে রাতেই তাঁর ফার্মেসির মালামাল লুট করে নিয়ে যায় একটি মহল। বিষয়টি থানায় জানানো হয়েছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, দোকান থেকে মালামাল নিয়ে যাওয়ার বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে বিট পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত