Ajker Patrika

দুদিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২২, ১৮: ২৮
Thumbnail image

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল শনিবার ছুটির শেষ দিন হওয়ায় রাজধানীমুখী মানুষের চাপ বেশি ছিল। বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদ ও সাপ্তাহিক ছুটি কাটিয়ে ভোগান্তিকে সঙ্গী করেই ঢাকায় ফিরেছে মানুষ।

মোবাইল অপারেটর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে শনিবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার এসেছে ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মিলিয়ে দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে। এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের ১ মে এক দিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়ে।

গতকাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন জেলা থেকে যেসব ট্রেন এসেছে, তার প্রতিটিতেই ভিড় ছিল। ট্রেনের ভেতরে যেমন যাত্রীতে ঠাসা ছিল, ট্রেনের ছাদের ওপরও যাত্রী আসতে দেখা গেছে। বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে দেশের ফেরিঘাটগুলোতেও ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে।

ট্রেনে করে ঢাকায় আসা হাসান ইমাম নামের এক যাত্রী বলেন, ‘আগামীকাল যেহেতু অফিস শুরু হচ্ছে, তাই আজই চলে আসলাম। ঈদের ছুটি শেষে কিছুটা আরামেই ঢাকায় এসেছি। তবে ট্রেনের মধ্যে অতিরিক্ত যাত্রী চাপের কারণে ভোগান্তি হয়েছে। তা ছাড়া, ট্রেনের টিকিটও পাওয়া যাই না। তবে যাত্রাপথে বড় কোনো সমস্যা হয়নি। আমাদের ট্রেন যথাসময়ই রংপুর থেকে ঢাকা এসেছে।’

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি সবারই ঈদের ছুটির শেষ দিন আজ (শনিবার)। রোববার থেকে সকল অফিস-আদালত পুরোদমে শুরু হচ্ছে, এই কারণেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে ট্রেনে। আমাদের সবগুলো ট্রেন যাত্রী নিয়ে সময়মতো ঢাকায় এসেছে এবং ছেড়ে যাচ্ছে। এবার ঈদে মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং ফিরে আসছেন।’

নাবিল পরিবহনে ঠাকুরগাঁও থেকে গতকাল সকাল ছয়টায় রওনা দিয়ে বেলা তিনটায় ঢাকার গাবতলী এসে নেমেছিলেন সুজন রহমান। ঈদ ও সাপ্তাহিক ছুটি কাটিয়ে আজ (রবিবার) কাজে যোগ দেবেন এই সরকারি কর্মকর্তা। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর শহর, বগুড়া, শেরপুর ফুড ভিলেজ এবং সাভারে কয়েক দফায় জ্যামে আটকে থাকতে হয়েছে। সর্বনিম্ন বিশ মিনিট থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী ছিল এসব জ্যাম। সব মিলিয়ে প্রায় ১৪ ঘণ্টার যাত্রা ছিল। শরীরের অবস্থা খুব ভালো না।’

এদিকে এখন ঢাকা ছাড়ার চেয়ে ঢাকা ফিরে আসা মানুষের সংখ্যা বেশি বলে জানালেন মাজার রোডের কয়েকটি দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারের কর্মীরা। হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার কাওসার আহমেদ বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকার ট্রিপে গাড়ি ভরে যাত্রী নিয়ে এসেছি সকালে। ফেরার পথে গাড়ি প্রায় অর্ধেকের বেশিই ফাঁকা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত