Ajker Patrika

গিনেস বুকে কাজাখস্তানের যে মসজিদ

ইজাজুল হক
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৪: ৫৯
গিনেস বুকে কাজাখস্তানের যে মসজিদ

মধ্য এশিয়ার বৃহত্তম
নুর সুলতান গ্র্যান্ড মসজিদ কেবল কাজাখস্তানেরই নয়; বরং মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের বৃহত্তম ১০ মসজিদের অন্যতম। মসজিদটি কাজাখস্তানের আগের বৃহত্তম হজরত সুলতান মসজিদের চেয়ে তিন গুণ বড়। রাজধানী নুর সুলতানের মসজিদ কমপ্লেক্সটি প্রায় ২৫ একর জায়গাজুড়ে অবস্থিত, যেখানে ৬৮ হাজার বর্গমিটারে মসজিদটি নির্মিত। এখানে একসঙ্গে ২ লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভেতরে বিশাল ঝাড়বাতির আলো-ঝলমল দৃশ্য। স্থাপত্যশৈলী
প্রায় তিন দশক কাজাখস্তান শাসন করা দেশটির প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের উদ্যোগে ২০১৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ১২ আগস্ট তিনিই মসজিদটির উদ্বোধন করেন। অটোমান স্থাপত্যের আদলে মসজিদটির ডিজাইন করা হয়েছে। চারটি সুউচ্চ মিনার এবং অসংখ্য গম্বুজের সমাহার মসজিদটি দেখতে অনেকটা ইস্তাম্বুলের ঐতিহাসিক সোলেমানি মসজিদের মতোই। মূল গম্বুজটির উচ্চতা প্রায় ৯০ মিটার এবং ব্যাস ৬২ মিটার। মিনারগুলো ১৩০ মিটার উঁচু। মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় পাঠকক্ষ, কনফারেন্স হল, টিভি স্টুডিও ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া পুরো মসজিদ কমপ্লেক্সের নান্দনিক অবকাঠামো স্থানটিকে দেশটির সেরা পর্যটনকেন্দ্রে পরিণত করেছে।

পুরো কমপ্লেক্সের মাস্টারপ্ল্যানে মসজিদ।গিনেস বুকে
নুর সুলতান গ্র্যান্ড মসজিদ বিশাল ঝাড়বাতির কারণে বিশ্ব রেকর্ড করেছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে। মিহরাবের কাছাকাছি মসজিদের হেরমে স্থাপিত ঝাড়বাতিটি বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি। শুধু আকারেই নয়, কাচের সংখ্যা বিবেচনায়ও এটি সবচেয়ে বড় ঝাড়বাতি। মসজিদের হলরুমে বিছানো হয়েছে ৭২ মিটার ব্যাসের ডিম্বাকৃতি প্যাটার্নে সজ্জিত এক বিশাল কার্পেট, আকার বিবেচনায় এটিও বিশ্ব রেকর্ডের জন্য মনোনীত হয়েছে। মসজিদ চত্বরটিও আয়তনে শহরটির সর্বোচ্চ দর্শনার্থী ধারণে সক্ষম স্থান, সেখানে একসঙ্গে ৩০ হাজার দর্শনার্থী অবস্থান করতে পারেন। মসজিদের ভেতরের কিবলা-দেয়ালে মহান আল্লাহর ৯৯ নাম নান্দনিক ডিজাইনে ক্যালিগ্রাফি করা হয়েছে, যা বিশ্বে বিরল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, কাজইনফরম ও কাস্পিয়ান নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত