Ajker Patrika

স্মৃতিসৌধের ঘষামাজা চলে দিবস এলেই

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
স্মৃতিসৌধের ঘষামাজা চলে দিবস এলেই

স্বাধীনতা ও বিজয় দিবস এলেই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার খুনিয়া দিঘি স্মৃতিসৌধে চলে ঘষামাজা। তাও আবার নামে মাত্র। বছর না ঘুরতেই নষ্ট হয়ে যায় সৌন্দর্যবর্ধনের কাজ।

এদিকে চলছে বিজয়ের মাস ডিসেম্বর। তাই বিজয় দিবস পালন উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের রক্তে রাঙানো খুনিয়া দিঘি স্মৃতিসৌধ চলছে ঘোষ-মাজা করে পরিষ্কারের কাজ। যদিও বছরজুড়ে এ দিঘির আর কোনো কদর থাকে না। দিঘিটি ময়লা আবর্জনায় ভরে ওঠে। এ ছাড়া মাদকসেবীরা আড্ডা দেওয়ায় স্মৃতিসৌধ জুড়ে পড়ে থাকে ফেনসিডিলের খালি বোতল।

উপজেলা পরিষদ থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত খুনিয়া দিঘি স্মৃতিসৌধ এলাকায় গত সোমবার গিয়ে দেখা যায়, পুরোনো স্মৃতি সৌধটির সীমানা প্রাচীর পরিষ্কার করছেন দুজন শ্রমিক। তাঁদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ১৬ই ডিসেম্বর উপলক্ষে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। প্রাচীর ময়লা পরিষ্কার করে তাতে রং দেওয়া হবে।

স্মৃতিসৌধটির প্রাচীরের গ্রিলগুলো জীর্ণ অবস্থায় দেখা গেছে। প্রাচীর জুড়ে প্রায় ৫১টি গ্রিল স্থাপন করা হলেও বর্তমানে রয়েছে ৩৪টি। সেগুলোর মধ্যে অনেক গ্রিলের অর্ধেক নেই।

স্থানীয়রা জানান, মাদকসেবীদের টাকার অভাব হলেই তাঁরা রাতের আঁধারে গ্রিল খুলে বিক্রি করে দেন। প্রশাসনের সঠিক তদারকির অভাবে এখানে রাত-বেরাতে মাদকসেবীরা আড্ডা দেওয়ার সাহস পান। প্রশাসনের তদারকি বাড়ালেই এখানে মাদকসেবীদের আড্ডা থাকবে না। তখন এর মান রক্ষা হবে।

নতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘আপাতত খুনিয়াদীঘি স্মৃতিসৌধের প্রাচীর সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। পরবর্তীতে নিরাপত্তাসহ আরও উন্নয়ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত