Ajker Patrika

‘এ দেখা না-ই বা হতো’

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৮: ৫৪
‘এ দেখা না-ই বা হতো’

‘যদি আমি না থাকি’ নামের একটি টেলিফিল্ম বানিয়ে গত বছর আলোচনায় ছিলেন নির্মাতা আশিকুর রহমান। তিনি এবার নির্মাণ করলেন নতুন নাটক ‘এ দেখা না-ই বা হতো’। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও সাফা কবির। প্রেমের নাটক হলেও এতে আছে পারিবারিক গল্পের ছোঁয়া। গল্প লিখেছেন মনিরুল ইসলাম রুবেল।

নির্মাতা জানিয়েছেন, দুই সময়ের কাহিনি দেখা যাবে এ নাটকে। একটি সরকারি কোয়ার্টারে পাশাপাশি থাকতো ফাহিম ও নাজিরা। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিণতি পাওয়ার আগেই নাজিরাকে চলে যেতে হয় অন্যত্র। একা হয়ে যায় ফাহিম। অনেক বছর পর এক সন্ধ্যায় দেখা হয় দুজনের।

মনোজ ও সাফা ছাড়াও এতে অভিনয় করেছেন আহমেদ ফারুক, নিপুণ ও সানজিদা মীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত