Ajker Patrika

প্রতিবন্ধী দিবসে নানা আয়োজন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
প্রতিবন্ধী দিবসে নানা আয়োজন

নানা আয়োজনে নোয়াখালী ও লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৩০তম আন্তর্জাতিক এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। গতকাল শুক্রবার এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সহায়তা বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নোয়াখালী: গতকাল সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। পরে জেলার ১০২ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : দিবসটি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বেলা ১১টায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আজিজুল হক, প্রশিকার জেনারেল ম্যানেজার মো. শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ডোরার প্রতিনিধি ফরিদা ইয়াছমিন মুক্তা, শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী প্রতিবন্ধী ছাত্রী নাজমা আক্তার প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে গতকাল দুপুরে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা শেষে ৪ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, ১২ জনকে লাঠি ও ২ জনকে চিকিৎসার জন্য অর্থসহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনজীবী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম সুমন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রিংকু।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ