Ajker Patrika

ডাইনিং-ক্যানটিন তদারক করবে ভোক্তা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাইনিং-ক্যানটিন তদারক করবে ভোক্তা অধিদপ্তর

গতকাল সোমবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ অডিটরিয়ামে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ নিয়ে আয়োজিত সেমিনারে বিষয়টি আলোচনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং এ ক্যানটিনগুলোয় খাবারের মান নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে উল্লেখ করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ও ডাইনিংগুলোয় সাধারণ তদারক করতে চান। মহাপরিচালক ঢাবি প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করার প্রস্তাব করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টিতে সম্মত হন। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ মঙ্গলবার থেকে মূল্যতালিকা টাঙানোর সিদ্ধান্ত হয়।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্বাগত বক্তব্য দেন। তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীদের নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। এ সময় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর, বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পরবর্তী সময়ে মুক্ত আলোচনায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধিদপ্তরের মহাপরিচালক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত