Ajker Patrika

সরাসরি গুলি চালানোর নির্দেশ প্রেসিডেন্টের উত্তপ্ত কাজাখস্তান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ০০
সরাসরি গুলি চালানোর নির্দেশ প্রেসিডেন্টের  উত্তপ্ত কাজাখস্তান

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গুলি করার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েব। রাশিয়া থেকে সেনাসদস্য আসার পরদিন গতকাল শুক্রবার এ নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘দস্যু’ এবং বিদেশে প্রশিক্ষিত ‘সন্ত্রাসী’দের হত্যা করতে এ গুলির নির্দেশ।

গতকাল আলমাতির রাস্তা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দখলেই ছিল। তবে মূল চত্বরে বিক্ষোভকারীদের গুলির শব্দ শোনা যায়। এখানেই আগের দিন সংঘর্ষ হয়। আলমাতির মূল বিমানবন্দরের দখল রাখতে টহল দিচ্ছেন সামরিক সদস্যরাও।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বছরের শুরুতে দেশটিতে চলমান বিক্ষোভ গত বুধবার থেকে সহিংসতায় রূপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৬ জন ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ১৮ সদস্য। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, ৩ হাজার ৭০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত