Ajker Patrika

সরাসরি গুলি চালানোর নির্দেশ প্রেসিডেন্টের উত্তপ্ত কাজাখস্তান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ০০
সরাসরি গুলি চালানোর নির্দেশ প্রেসিডেন্টের  উত্তপ্ত কাজাখস্তান

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গুলি করার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েব। রাশিয়া থেকে সেনাসদস্য আসার পরদিন গতকাল শুক্রবার এ নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘দস্যু’ এবং বিদেশে প্রশিক্ষিত ‘সন্ত্রাসী’দের হত্যা করতে এ গুলির নির্দেশ।

গতকাল আলমাতির রাস্তা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দখলেই ছিল। তবে মূল চত্বরে বিক্ষোভকারীদের গুলির শব্দ শোনা যায়। এখানেই আগের দিন সংঘর্ষ হয়। আলমাতির মূল বিমানবন্দরের দখল রাখতে টহল দিচ্ছেন সামরিক সদস্যরাও।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বছরের শুরুতে দেশটিতে চলমান বিক্ষোভ গত বুধবার থেকে সহিংসতায় রূপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৬ জন ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ১৮ সদস্য। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, ৩ হাজার ৭০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...