Ajker Patrika

১৫ মার্চ থেকে টিসিবির পণ্য পাবেন নিবন্ধিতরা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ০৫
১৫ মার্চ থেকে টিসিবির পণ্য পাবেন নিবন্ধিতরা

১৫ মার্চ থেকে মিঠাপুকুর উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে। শুধু নিবন্ধিতরাই টিসিবির পণ্য কিনতে পারবেন। নতুন এবং পুরোনো মিলিয়ে উপজেলার ৪১ হাজার ৩৮১ পরিবার এই সুবিধা ভোগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার দেশে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির আওতায় রংপুরের মিঠাপুকুরে ৪১ হাজার ৩৮১ পরিবার সরকারনির্ধারিত দরে টিসিবির পণ্য কিনতে পারবে। ৪১ হাজার ৩৮১ উপকারভোগীর মধ্যে পুরোনো উপকারভোগী আছেন ১০ হাজার ১৩৩ জন, যারা করোনার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মোবাইল হিসাবে ২৫০০ করে টাকা পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, উপকারভোগীদের জন্য কার্ড তৈরি করা হচ্ছে। ১৫ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হবে বলে আশাবাদী তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম জানান, কার্ডধারী প্রত্যেক উপকারভোগী নির্ধারিত সময়ে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়া ছোলা ও খেজুরও পাওয়া যেতে পারে।

তবে ডিলারের সংখ্যা কম হওয়ায় টিসিবির পণ্য বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। মাত্র ৬ জন ডিলার ১৭ উপজেলায় পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত