Ajker Patrika

‘আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতায় মারা গেছে অনেকে। নিহতদের মধ্যে রয়েছে ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ। নারায়ণগঞ্জে বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়া। ছয় বছরের শিশুর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। রিয়ার মৃত্যুর খবর জানার পর মর্মাহত হয়েছেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকেরও।

ইরেশ যাকেরের মেয়ে মেহার বয়স প্রায় পাঁচ বছর। রিয়ার সঙ্গে নিজের মেয়ের তুলনা করেছেন তিনি। একজন বাবা হয়ে নিজের সন্তানের প্রায় সমবয়সী আরেক মেয়ের এমন করুণ মৃত্যুতে ভেঙে পড়েছেন ইরেশ। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি।

গতকাল ফেসবুকে ইরেশ যাকের লেখেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহা তো দুপুরে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি তো থামাতাম না। থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু আমার বুকটা গর্বে ফেটে যেত।’

ইরেশ আরও লেখেন, ‘আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে। দায়ের ফুটবল খেলা দেখার আর নানা রকম ধানাইপানাই শোনার অবস্থা আমার থাকত না।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শোবিজের অনেক তারকা ফেসবুক পোস্ট দিয়েছেন। রাজপথে নেমেও অনেকে প্রতিবাদে শামিল হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত