Ajker Patrika

প্রিয়াঙ্কার স্বপ্ন এখনো অধরা

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৭: ৫৩
প্রিয়াঙ্কার স্বপ্ন এখনো অধরা

‘আমি সব সময়ই উচ্চাকাঙ্ক্ষী, নতুন নতুন চ্যালেঞ্জ আমার ভালো লাগে, নিজেকে ভাঙতে পছন্দ করি’—প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে মূল্যায়ন করেন এভাবেই। একটা সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। হঠাৎই নিজের সাজানো ক্যারিয়ার রেখে মুখোমুখি হন নতুন লড়াইয়ের। এ লড়াই হলিউডে জায়গা করে নেওয়ার। তবে হলিউডে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না মোটেই।

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’য় অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ‘দেশি গার্ল’ জানিয়েছেন, ইংরেজি ভাষার দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছাতে চান তিনি। অভিনয় ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন দেখেন, তা এখনো অধরা বলেই মনে করেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়াসম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি এখনো হলিউডে নতুন। তবে ১০ বছরের চেষ্টার পর এখন এমন জায়গায় পৌঁছেছি, যেখানে আমাকে সবাই ভরসা করতে শুরু করেছেন। এখন আমি সেই ধরনের কাজ করতে পারছি, যা আমি করতে চাই। এ অবস্থানটুকুর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে।’

‘কোয়ান্টিকো’র পর ‘বেওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’-এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মুক্তির অপেক্ষায় আছে ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ ও ‘সিটাডেল’। অল্প সময়েই হলিউডে অনেক কিছু পেয়েছেন প্রিয়াঙ্কা। তবে এখানেই থামতে চান না পিগি চপস। লক্ষ্য তাঁর বহুদূর যাওয়ার।
বলিউডে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘জি লে জারা’ সিনেমায়। ফারহান আখতারের এই নারীকেন্দ্রিক সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। শুটিং হওয়ার কথা আগামী বছরের শুরুতে। তবে আলিয়া সন্তানসম্ভবা হওয়ায় পিছিয়ে যেতে পারে শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত