Ajker Patrika

ভুয়া ওয়েবসাইট খুলে বিক্রির নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৪৩
ভুয়া ওয়েবসাইট খুলে বিক্রির নামে প্রতারণা

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়েছেন। অফার দিতেন আকর্ষণীয় মূল্যছাড়ের। এভাবে পণ্যের অর্ডার নিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে আল ইমরান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গতকাল বুধবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসি চাতক চাকমা সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ঢাকায় অভিযান চালিয়ে আল ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি ডেস্কটপ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ইলেকট্রনিক কার্ড ও শতাধিক প্রি-অ্যাকটিভিটেড সিম কার্ড জব্দ করা হয়।

সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, দেশে সাধারণ মানুষের মধ্যে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। নতুন এই বাজার ব্যবস্থার সুযোগ নিচ্ছে অনলাইন প্রতারক চক্র। এরই ধারাবাহিকতায় ওয়েবসাইট নকল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। বিষয়টি নিয়ে দারাজের পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।

জুয়েলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে চাতক চাকমা জানান, প্রতিষ্ঠানের নাম হুবহু ব্যবহার করে সাইট তৈরি করত চক্রটি। এরপর সেখানে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকর্ষণীয় ছাড়ের ফাঁদে ফেলে প্রতারণা করত তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত