Ajker Patrika

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ৪৩
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ১০

ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-৪। গত রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. মাসুদ রানা (৪০), ময়মনসিংহের ইকবাল হোসেন রতন (৪২), ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. শাহাদত হোসেন (৩০), মো. সঞ্চয় (৩০), যশোরের মো. পান্নু হাওলাদার (৩৪), রংপুরের মো. আলম মোল্লা (৩৭), ফরিদপুরের মো. আব্দুল্লাহ আল হেলাল (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে নবীনগরে অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ১০ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাঁরা তাঁকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি ও দোকান তুলে দেওয়ার হুমকি দিয়ে চাঁদার টাকা আদায় করতেন।

লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত