Ajker Patrika

অতিথি পাখিতে মুখরিত ইবি

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ৫৯
অতিথি পাখিতে মুখরিত ইবি

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কুয়াশায় মোড়া সকাল ও গোধূলিতে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে দেখা মিলছে পাখির ঝাঁকের। প্রকৃতির পালা বদলে এ দেশে অতিথি পাখির আগমন ঘটে। যা শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের মুগ্ধ করে।

সংশ্লিষ্টরা জানান, শীতের সময়ে ক্যাম্পাস লেকে বালিহাঁস, লেঞ্জা হাঁস, জলপিপি, সরালি, বড় সরালি, ছোট সরালি, খুনে হাঁস, বালি হাঁস, মানতে হাঁস, পাতারি, সাদা বক, পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। সূর্য ওঠার আগেই লেকের আশপাশে নিজেদের সৌন্দর্য বিলাতে থাকে এসব পাখি।

শিক্ষার্থীরা জানান, এ বছর ক্যাম্পাস লেক অতিথি পাখিদের থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কারণ লেকের পাশেই নতুন ভবনের কাজ চলমান। ভারী মেশিনের শব্দের কারণে পাখিদের লেক পাড়ে সমাগম কম দেখা যায়। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত না করা গেলে অতিথি পাখি আর আসবে না।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাইজার হোসেন রাজন বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য যেভাবে নষ্ট করা হচ্ছে, তাতে এ ধরনের পাখি ভবিষ্যতে আর দেখা যাবে না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শীতের সময়ে জলাশয়ের অতিথি পাখিদের বিচরণ, আমরা মুগ্ধতা নিয়ে দেখি। অতিথি পাখিদের অবাধ বিচরণ নষ্ট করার জন্য অনেকেই দায়ী। অনেকেই ঢিল মেরে দেখে, পাখি উড়লে কেমন দেখা যায়। এগুলো বন্ধ করতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় আমাদের ক্যাম্পাস হয়ে উঠবে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত