Ajker Patrika

বাজল ছুটির ঘণ্টা

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০: ১৪
বাজল ছুটির ঘণ্টা

জি বাংলার ‘অপরাজিত অপু’ সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন সুস্মিতা দে। বাজিমাত করেছিলেন শুরুতেই। দীর্ঘদিন টিআরপি তালিকায় প্রথম তিনে ছিল ‘অপরাজিতা অপু’। এরপর সুস্মিতা যুক্ত হন স্টার জলসার ‘বৌমা একঘর’ সিরিয়ালে। তবে দ্বিতীয় কাজে এসে খানিকটা ধাক্কাই খেলেন তিনি। প্রচার শুরুর মাত্র চার মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালটি।

কলকাতার টিভি চ্যানেলগুলোতে এত কম সময়ে কোনো সিরিয়াল বন্ধের উদাহরণ খুব একটা নেই। শুরু থেকেই বৌমা একঘর টিআরপি তালিকায় তেমন ভালো অবস্থান করতে পারছিল না। প্রধান চরিত্র সুস্মিতা ও দেবজ্যোতির রসায়নও সেভাবে দর্শকদের মনোযোগ পায়নি। ফলে গত ২ মে প্রচার শুরুর কয়েক মাসের মধ্যেই সন্ধ্যার স্লট থেকে সিরিয়ালটিকে নিয়ে যাওয়া হয় রাত ১১টায়। তখন থেকেই কানাঘুষা চলছিল, হয়তো বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। এত দিনে এসে সত্যিই বৌমা একঘরের বিদায়ঘণ্টা বাজল।

গত রোববার ছিল সিরিয়ালটির শেষ দিনের শুটিং। শুটিংয়ের শেষ দিনের কিছু ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুস্মিতা। ‘ইতনিসি খুশি ইতনিসি হাসি’ গানে রিলস বানাতেও দেখা গিয়েছে বৌমা একঘর টিমের সদস্যদেরকে। প্রত্যেকের ঠোঁটে চওড়া হাসির আড়ালে ছিল মন খারাপের ছাপ। এত তাড়াতাড়ি সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায় বিস্মিত সুস্মিতাও। টেন্ট সিনেমার হাত ধরে অভিনয়ে পদার্পণ তাঁর, সেই প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিরিয়াল এভাবে মুখ থুবড়ে পড়বে, আশা করেননি অভিনেত্রী। সুস্মিতা বলছেন, ‘প্রত্যেক শুরুর যেমন শেষ আছে, তেমনই সেই শেষের পর আবার নতুন শুরুও আছে।’

৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় শেষবারের মতো দেখা যাবে বৌমা একঘর। পরদিন থেকে একই সময়ে প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত