Ajker Patrika

প্রতিশ্রুতি আছে, নেই সংকটের সমাধান

গাজীপুর প্রতিনিধি
প্রতিশ্রুতি আছে, নেই সংকটের সমাধান

ভোটের আগে মেয়র প্রার্থীরা বরাবরই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু সংকটের সমাধান তেমন হয় না। আবর্জনা, জলজট ও যানজটে ভীষণভাবে ভুগছেন গাজীপুর নগরবাসী। এমনই এক পরিস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো ভোট হচ্ছে ২৫ মে। গত কয়েক দিন গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সীমাহীন দুর্ভোগ আর অভিযোগ শোনা গেছে। নগরবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে এমন কেউ মেয়র হবেন, যিনি সমস্যার সমাধানে আন্তরিক হবেন।

সাধারণ মানুষ বলছেন, নগরীর অনেক এলাকায় আবর্জনার উৎকট গন্ধ। অধিকাংশ রাস্তাঘাট ভাঙা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রতুল ট্রাফিক ব্যবস্থা। আছে মশার উৎপাত। মহানগরীর কোথাও নাগরিক সুবিধার তেমন কোনো চিহ্ন নেই। সড়কবাতি না থাকায় রাতের বেলা ভুতুড়ে নগরীতে পরিণত হয় পুরো সিটি করপোরেশন এলাকা। সেবার মানে কোনো উন্নতি না হলেও কর বেড়েছে।

গত ১০ বছরেও এই নগরীতে গড়ে তোলা যায়নি সুষ্ঠু বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থাপনা। স্থায়ী কোনো ডাম্পিং পয়েন্ট নেই। এদিকে অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক এলাকায় তো ড্রেনই নেই। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন গতকাল টঙ্গীর গরু হাট সড়ক এলাকায় প্রচারণা চালান। সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমএ ছাড়া অপ্রতুল ট্রাফিক ব্যবস্থার কারণে ও রাস্তা-ফুটপাত বেদখল হওয়ায় যানজট নিত্যসঙ্গী। আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে এই নগরীর ওপর দিয়েই উত্তরাঞ্চলবাসীকে যাতায়াত করতে হয়। এই মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানজট লেগেই থাকে। নগরীতে বিস্তৃত প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তার মধ্যে রাজবাড়ী-পুবাইল, কোনাবাড়ী-কাশিমপুরসহ মহানগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙাচোরা ও খানাখন্দ। অনেক স্থানে রাস্তার পিচ উঠে হাঁটুসমান গর্ত হয়ে আছে। অনেক আবাসিক ও শিল্প এলাকায় বেহাল রাস্তা। তবে নগরীর অনেক এলাকায় এসব ভাঙা রাস্তার পাশের ফুটপাতে টাইলস বসানোর কাজ চলছে।

গাজীপুর নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বিগত বছরগুলোয় মেয়রদের জবাবদিহি ও দায়বদ্ধতার ঘাটতি ছিল। 
গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, ‘আশা করি, আগামী নির্বাচনে নগরবাসী আমাকে নির্বাচিত করে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত