Ajker Patrika

ত্বকের তেল দূর করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২২, ১০: ১৪
ত্বকের তেল দূর করুন

আষাঢ় মাস শুরু হলেও সূর্যের তাপ ও গরমে ঘেমে নেয়ে একাকার হতে হচ্ছে সবাইকে। ঘাম ও গরমে মুখের ত্বক হয়ে উঠছে তেলতেলে। তেলের প্রভাবে মুখে দেখা দিচ্ছে র‍্যাশ, ব্রণ, হোয়াইট হেডস ও ব্ল্যাকহেডসের উপদ্রব। এমন অনেক সাধারণ উপাদান আছে, যা নিখুঁতভাবে যত্ন নেবে আপনার তেলতেলে ত্বকের।

  • টমেটোর রস বের করে তুলোয় করে বা হাতের আঙুল নিয়ে সারা মুখে মেখে কিছুক্ষণ রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
  • পাকা কলা চটকে তার সঙ্গে এক চা-চামচ মধু, দুই ফোঁটা লেবুর রস যোগ করে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
  • এক টুকরো পাকা পেঁপে চটকে নিন। এবার খানিক চালের গুঁড়ো ও এক চা-চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। এতে আপনার ত্বকের মরা কোষ ও অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে।
  • লেবুর রস ত্বকের বাড়তি তেলতেলে ভাব কাটিয়ে তুলতে সাহায্য করে। লেবুর রস, গোলাপজল আর গ্লিসারিন সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান। ব্রণ, গরমের ফুসকুড়ি কমিয়ে ত্বক সুস্থ রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত