আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েল থেকে হোয়াটসঅ্যাপসহ মোবাইল ফোনে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশ কিনেছে বলে ওই দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সরকারি নথি ও আন্তর্জাতিক রপ্তানি রেকর্ডের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ গতকাল মঙ্গলবার জানিয়েছে, দেশটির প্রযুক্তি শাখার সাবেক কমান্ডার টাল দিলিয়ান পরিচালিত কোম্পানি থেকে গত বছর এই প্রযুক্তি বাংলাদেশে এসেছে।
তবে ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নাজুক থাকা সত্ত্বেও প্রযুক্তিটি কেনা হয়েছে, যা মূলত মুঠোফোন ও ইন্টারনেটে যোগাযোগের ওপর নজরদারিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কাছে প্রযুক্তিটি বিক্রি করেছে সাইপ্রাসে নিবন্ধিত প্যাসিটোরা নামের একটি কোম্পানি; যা গত বছরের জুনে সুইজারল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায়।
প্যাসিটোরা কোম্পানির পূর্ব নাম ছিল উইস্পেয়ার। তখন মার্কিন সাময়িকী ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলিয়ান প্রযুক্তির সক্ষমতা নিয়ে মতামত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, প্রযুক্তিটির সিস্টেমে নজরদারি ও ট্র্যাকিং সফটওয়্যার রয়েছে; যেটি সেলুলার ও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। আশপাশের প্রায় আধা কিলোমিটারের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা, ফেসবুক চ্যাট, কল প্রভৃতি সংগ্রহ করতে পারে এটি। এমনকি এর মাধ্যমে কম্পিউটার ও ফোনে আড়ি পাতার জন্য স্পাইওয়্যারও প্রবেশ করিয়ে দেওয়া যায়।
হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে ইসরায়েলি কোম্পানি সেলেব্রাইট থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল ফোনে আড়ি পাতার সরঞ্জাম কিনেছিল।
ইসরায়েল থেকে হোয়াটসঅ্যাপসহ মোবাইল ফোনে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশ কিনেছে বলে ওই দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সরকারি নথি ও আন্তর্জাতিক রপ্তানি রেকর্ডের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ গতকাল মঙ্গলবার জানিয়েছে, দেশটির প্রযুক্তি শাখার সাবেক কমান্ডার টাল দিলিয়ান পরিচালিত কোম্পানি থেকে গত বছর এই প্রযুক্তি বাংলাদেশে এসেছে।
তবে ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নাজুক থাকা সত্ত্বেও প্রযুক্তিটি কেনা হয়েছে, যা মূলত মুঠোফোন ও ইন্টারনেটে যোগাযোগের ওপর নজরদারিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কাছে প্রযুক্তিটি বিক্রি করেছে সাইপ্রাসে নিবন্ধিত প্যাসিটোরা নামের একটি কোম্পানি; যা গত বছরের জুনে সুইজারল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায়।
প্যাসিটোরা কোম্পানির পূর্ব নাম ছিল উইস্পেয়ার। তখন মার্কিন সাময়িকী ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলিয়ান প্রযুক্তির সক্ষমতা নিয়ে মতামত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, প্রযুক্তিটির সিস্টেমে নজরদারি ও ট্র্যাকিং সফটওয়্যার রয়েছে; যেটি সেলুলার ও ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। আশপাশের প্রায় আধা কিলোমিটারের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা, ফেসবুক চ্যাট, কল প্রভৃতি সংগ্রহ করতে পারে এটি। এমনকি এর মাধ্যমে কম্পিউটার ও ফোনে আড়ি পাতার জন্য স্পাইওয়্যারও প্রবেশ করিয়ে দেওয়া যায়।
হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে ইসরায়েলি কোম্পানি সেলেব্রাইট থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল ফোনে আড়ি পাতার সরঞ্জাম কিনেছিল।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫