Ajker Patrika

নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ২৬
নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নোয়াখালী ও ফেনীতে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে এবারের দিবসটি পালিত হয়।

নোয়াখালী: এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক আবু ছালেক।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): এ দিবসে তিন রেমিট্যান্স যোদ্ধা পরিবারকে পুরস্কৃত করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। তাঁরা হলেন বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের নাজমুস সাদাত, ৪ নম্বর ওয়ার্ডের একেএম আনোয়ার কবির ও সিরাজপুর ইউনিয়নের সাইফুল ইসলাম।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রমুখ।

সুবর্ণচর (নোয়াখালী) : উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আয়নুল হক, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার শেখ মোহাম্মদ হানিফ সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আরিফ সবুজ প্রমুখ।

আলোচনা সভার সভাপতি চৈতী সর্ববিদ্যা সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। প্রবাসে আমাদের দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষার ব্যবস্থা করেছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্য দুই শতাংশ হারে প্রণোদনার দিয়েছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। জামানতবিহীন ঋণের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা নিয়ে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

দাগনভূঞা (ফেনী) : গতকাল সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ইউএনও নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, থানার পরিদর্শক (তদন্ত) পার্থপ্রতিম দেব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকার নূরনবী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত