Ajker Patrika

নগরীতে বিজয় শোভাযাত্রা

সিলেট সংবাদদাতা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
নগরীতে বিজয় শোভাযাত্রা

বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল শনিবার রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করা হয়। মহানগরীর ৪ শতাধিক মালিক শ্রমিক নেতা শোভাযাত্রায় অংশ নেন।

সমাবেশে বক্তারা বিজয় দিবসের আলোয় উজ্জীবিত হয়ে মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকেরা দেশের উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি সরকারি দিবসগুলো দায়িত্ব সহকারে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের কোনো মানুষ না খেয়ে মরবে না। কিন্তু নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা প্রদান করায় মালিক-শ্রমিকেরা কষ্ট, দুর্ভোগ ও অনাহারে মানবেতর জীবনযাপন করছেন।

সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আক্কাস আলী।

শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাইয়ের পরিচালনায় বক্তব্য দেন জাতীয় রিকশা শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পরিষদের সহসভাপতি জিল্লুল হক, শফিক মিয়া, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ মিজানুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত