Ajker Patrika

কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
কঠোর হচ্ছে সরকার

সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। পুলিশের উচ্চপর্যায়ে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে আভাস দিয়েছেন পদস্থ পুলিশ কর্মকর্তারা। এদিকে রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ৮০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এসব মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এসব সহিংস ঘটনা যারা ঘটাচ্ছে, ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে। এসব শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে সেসব দেখানো হবে। এতে কাজ না হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, সড়কে বিশৃঙ্খলা চলতে দেওয়া যাবে না। তবে তিনি আশা করছেন, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে এমনিতেই শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে গতকাল বুধবার প্রায় সাড়ে ৫ ঘণ্টা সড়কে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ সড়কের জন্য নতুন করে আবারও ১১ দফা দাবি দিয়েছে।

বাসের ভাড়া বৃদ্ধির পর ১৫ নভেম্বর থেকে অর্ধেক ভাড়ার দাবিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তার মধ্যেই আবার সড়কে দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর থেকেই অর্ধেক ভাড়ার আন্দোলন নিরাপদ সড়কের দাবিতে রূপ নেয়।

গতকাল সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকে রামপুরা, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। সব শিক্ষার্থী সড়কে জড়ো হয়ে প্রতিটা গাড়ি ধরে ধরে যাচাই করে। এ সময় চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা নিশ্চিত করার পরই গাড়ি ছাড়ে তারা। তবে গতকালও ছাত্রদের এসব কাজে পুলিশ কোনো বাধা দেয়নি।

রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়। তারপরও এ ঘটনায় সাধারণ যাত্রীরা বিরক্ত নয়।

নিরাপদ সড়কের নতুন ১১ দফা দাবি নিরাপদ সড়কের ৯ দফা দাবি থেকে গতকাল আবারও ১১ দফা দাবি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তাদের নতুন উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সড়কে নির্মম হত্যার শিকার নাঈম ও মাইনুদ্দিন হত্যার বিচার এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ। গুলিস্তান ও রামপুরা এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্মাণ। হাফ পাস সরকারি প্রজ্ঞাপন দিতে হবে। বিআরটিসির বাসের সংখ্যা বৃদ্ধি। ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তবে আজ বৃহস্পতিবার থেকে দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে নিরাপদ সড়কের আন্দোলন করা শিক্ষার্থীরা গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন করবে। তবে এ সময় সড়কে মিছিল-সমাবেশ করবে না তারা। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় যারা মারা গেছে, তাদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করবে। তারপর একটা মিছিল নিয়ে এ কর্মসূচি শেষ করবে শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানানোর জন্য আহ্বান জানায় শিক্ষার্থীরা।

ছাত্রদের দাবির মুখে বাসে অর্ধেক ভাড়া কার্যকর হয়েছে বুধবার সকাল থেকেই। বিআরটিএর বাসে অর্ধেক ভাড়ার নিয়ম মানা হচ্ছে। তবে সারা দেশের শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালুর দাবি থাকলেও শুধু রাজধানীতে শর্ত সাপেক্ষে হাফ পাস চালু করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রছাত্রীরা।

অর্ধেক ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা জানায়, ৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশের বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালু না হলে, বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেবে তারা।

রামপুরার বাসে আগুনের ঘটনায় ৮০০ জনের নামে মামলা রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার জেরে সড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। বিস্ফোরক দ্রব্য আইনে করা এই মামলা দুটিতে ৭৫০-৮০০ জন অজ্ঞাত ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’র নামে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’ বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে চলমান গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা দিয়ে গাড়িতে আগুন এবং পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। এতে আনুমানিক ৪৮ লাখ টাকা ক্ষতি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত