Ajker Patrika

নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৬
নিখোঁজের পাঁচ দিন পর যুবকের  লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের পাঁচ দিন পর গ্রামের কবরস্থানের একটি গাছ থেকে নাসিম (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

যাদবপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, ‘বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ভারসাম্যহীন ছেলে নাসিম গত ২৭ নভেন্বর নিখোঁজ হন।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাননি। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদ্দিপুর গ্রামের কবরস্থানের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত