Ajker Patrika

নাটকের সাবিলা এবার গানের মডেল

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৯: ২৫
নাটকের সাবিলা এবার গানের  মডেল

টিভি নাটকে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সাবিলা নূর। বিশেষ করে রোমান্টিক ঘরানার নাটকগুলোতে সাবিলার অভিনয় দারুণ পছন্দ করেন দর্শক। মডেলিংয়েও আলাদা কদর আছে তাঁর। নাটক, বিজ্ঞাপন আর বিভিন্ন কোম্পানির ফটোশুট—এসব নিয়েই বেশ আছেন সাবিলা।

মডেলিং দিয়ে সাবিলার ক্যারিয়ার শুরু হয়েছিল। অসংখ্য পণ্যের মডেল হলেও কোনো গানের মডেল হওয়া হয়নি তাঁর এত দিন। এবার সেই অপূর্ণতা ঘুচল। সম্প্রতি প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন সাবিলা। এ বিষয়ে তিনি বলেন, ‘বিজ্ঞাপনে মডেলিং কিংবা ফটোশুট করা হয়। কিন্তু কখনো মিউজিক ভিডিওর মডেল হইনি। তাই ভাবলাম নতুন একটা কিছু করা যেতেই পারে। পরীক্ষামূলকভাবে কাজটি করেছি।’

সাবিলা আরও জানান, এটি স্রেফ ভিডিও নয়। এখানে গল্পও থাকছে। তা ছাড়া ইমরানের গানের জনপ্রিয়তার দিকটাও বিবেচনায় ছিল তাঁর। সব ভেবেই গানচিত্রের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

কবির বকুলের লেখা গানটি গেয়েছেন ইমরান ও লাবিবা। তবে গানের ভিডিওতে লাবিবাকে পাওয়া যাবে না। ইমরান ও সাবিলা নূর—এ দুজনকে অভিনয় করতে দেখা যাবে। ভিডিওটি বানিয়েছেন সৈকত রেজা। তিনি বলেন, ‘গত রবি ও সোমবার ঢাকার কয়েকটি লোকেশনে গানটির শুটিং করেছি আমরা। একটি থিয়েটারের সেট বানিয়েও শুটিং করা হয়েছে। প্রথম মিউজিক ভিডিও হলেও এতে সাবিলা খুব ভালো কাজ করেছেন।’

জানা গেছে, রোজার ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে সাবিলা অভিনীত মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

এলাকার খবর
Loading...