Ajker Patrika

সেই ‘পাগল’কে বিয়ে করেছেন পরী

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
সেই ‘পাগল’কে বিয়ে করেছেন পরী

গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ের আগে কয়েক দিন ধরে হয়েছিল রিহার্সাল। সেখানেই প্রথম দেখা পরীমণি-শরিফুল রাজের। তখনই ভালো সম্পর্ক তৈরি হয় তাঁদের। ওই সময় আজকের পত্রিকাকে সহশিল্পী রাজকে নিয়ে পরী বলেছিলেন, ‘ও একদম পাগলা। তবে ওর প্রতি সবচেয়ে যে ভালো লাগা, কাছ থেকে মিশে ওর শিল্পসত্তার প্রেমে পড়েছি। ও পাগল, আমিও পাগল। অল্পদিনেই দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে।’ কেমন পাগল? পরী বলেন, ‘সারাক্ষণ আমাদের সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। আবার অভিনয়ে শতভাগ সিরিয়াস।’

সেই পাগলের প্রেমে পড়লেন পরী। বিয়ে করলেন। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সোমবার দুপুরে মা হওয়ার খবরও এসেছে পরীর। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি নিজেকে শুভকামনা ও শরিফুল রাজকে ধন্যবাদ দিয়েছেন।

গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং চলাকালীন গোপনে বিয়ে করেন তাঁরা। রাজ জানান, প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে হয়েছে তাঁদের। পরী বলেন, ‘পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। এর আগে দুই পরিবারের সম্মতি নিয়েছি।’

কবে বুঝতে পারলেন মা হচ্ছেন? পরী বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। এরপর চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আমাদের নিশ্চিত করেছেন। খবরটি শুনে আমি আর রাজ দুজন দুজনকে ধরে কেঁদেছি। নানাভাইকে সবার আগে খবরটি জানাই।’

এখন থেকে পরীমণি বিশ্রামে থাকবেন। অংশ নেবেন না কোনো শুটিংয়ে। সন্তান জন্মের পরও থাকবেন বিরতিতে। পরী বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। ওর জন্মের পর সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি অভিনয় থেকে দূরে থাকলেও রাজ নিয়মিত কাজ চালিয়ে যাবে।’

পরী জানান, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। পরী বলেন, ‘আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে, আমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে বা লিখে বোঝানো যায় না।’

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত