Ajker Patrika

ভোটের মাঠের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩২
ভোটের মাঠের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা

মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ সোমবার। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ইতিমধ্যে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পর আরও নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ভোট নেওয়ার জন্য গতকাল রোববার ১৭২ কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ কেন্দ্রে রাত্রি যাপন করেন এবং সোমবার সকালে ৮টার আগেই রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ ইউনিয়নের ২২১টি পদের বিপরীতে ১ হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট নেওয়ার জন্য আটজন রিটার্নিং কর্মকর্তার অধীনে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

বালুয়া মাসিমপুর ও গোপালপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চেয়ারম্যান প্রার্থীদের একটি করে যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে দুর্গাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সাইদুর রহমান তালুকদার দাবি করেন, তাঁর এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। তবুও তিনি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।

খোড়াগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশাদুজ্জামান জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাঁকে কেউ হারাতে পারবেন না।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট নেওয়া শেষে গণনা করে কেন্দ্রেই ফল ঘোষণা দিয়ে প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী দ্রুত রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবি সদস্যের ১০টি গ্রুপ, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তিনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য প্রার্থীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত