Ajker Patrika

কমিটি বাতিলের দাবিতে অনড় পদবঞ্চিত নেতারা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৪: ৩৭
কমিটি বাতিলের দাবিতে অনড় পদবঞ্চিত নেতারা

সদ্য ঘোষিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে অনড় অবস্থানে পদবঞ্চিত নেতা-কর্মীরা। দুধ দিয়ে গোসল, ঝাড়ু মিছিলের পর একই দাবিতে এবার মশাল মিছিল করেছেন তাঁরা।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর সদরে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে গতকাল ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের মশাল মিছিলটি উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু হয়ে পৌর সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না, নাফিজ উদ্দিন নাদিম, রাকিবুল হাসান হিমেল প্রমুখ। এ সময় ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হৃদয়, সোহেল আহমেদ, রিয়াদ ও মনির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক  ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘নবগঠিত কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় ছাত্রলীগ নেতা-কর্মীদের রাখা হয়নি। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র কাউকেই না জানিয়ে এ পকেট কমিটি ঘোষণা হয়েছে। আমরা এ কমিটি মানি না। মানব না।’
বক্তারা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই অবৈধ কমিটি প্রত্যাহার না হবে, কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাব, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করব। অবিলম্বে এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি চাই আমরা।’

প্রায় এক যুগ পর গত বুধবার নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এর পর থেকে এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার রাতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগের রাজনীতিকে বিদায় জানান মো. আরমিন মিয়া নামের এক ছাত্রলীগের নেতা। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নবগঠিত কমিটিতে তাঁকে এক নম্বর সহসভাপতি রাখা হয়। তিনি সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।

এ ছাড়া নবগঠিত এই কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ও শনিবার সকালে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ঝাড়ুমিছিল করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

তাঁরা দাবি করে আসছেন, বিএনপি থেকে আসা একজনকে সভাপতি এবং অছাত্র-বিবাহিতদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি নাজমুল আলম। তিনি বলেন, ‘আমি কখনই বিএনপির রাজনীতি করিনি। ক্ষোভ থেকেই আমার বিরুদ্ধে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’

নাজমুল আলম আরও বলেন, এটা তো আংশিক কমিটি। ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত