নেত্রকোনা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের সাতপাই নদীর পাড় থেকে হিমু-রুপা সাঁজে শোভাযাত্রা বের করে হিমু পাঠক আড্ডা নামের একটি সংগঠন। এই শোভাযাত্রা শেষ হয় মুক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। হিমু পাঠক আড্ডার আয়োজনে এই জন্মবার্ষিকী পালিত হয়।
পরে মুক্তমঞ্চে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, সুজনের সভাপতি স্বপন পাল প্রমুখ।
অধ্যাপক যতীন সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদ স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরই তিনি খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। তার লেখা আজও তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়।’
অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন। বিখ্যাত সেই চরিত্র হলো হিমু। প্রত্যেকের জীবন যেন হিমুর মতোই আনন্দময় হয়, এই প্রত্যাশা করছি তাঁর জন্মদিনে।’
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নেত্রকোনায় আলোকিত ও গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। হুমায়ূন আহমেদ তাঁদের অন্যতম। হিমু পাঠক আড্ডার মধ্য দিয়ে আলোকিত মানুষে ভরে উঠুক নেত্রকোনা।’
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ‘হুমায়ূন আহমেদের মতো কৃতী সন্তান জন্ম দিয়ে নেত্রকোনার মাটি ধন্য। তাঁকে স্মরণ করে হিমু আড্ডা আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।’
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে হিমু আড্ডার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের সাতপাই নদীর পাড় থেকে হিমু-রুপা সাঁজে শোভাযাত্রা বের করে হিমু পাঠক আড্ডা নামের একটি সংগঠন। এই শোভাযাত্রা শেষ হয় মুক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। হিমু পাঠক আড্ডার আয়োজনে এই জন্মবার্ষিকী পালিত হয়।
পরে মুক্তমঞ্চে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, সুজনের সভাপতি স্বপন পাল প্রমুখ।
অধ্যাপক যতীন সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদ স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরই তিনি খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। তার লেখা আজও তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়।’
অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন। বিখ্যাত সেই চরিত্র হলো হিমু। প্রত্যেকের জীবন যেন হিমুর মতোই আনন্দময় হয়, এই প্রত্যাশা করছি তাঁর জন্মদিনে।’
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নেত্রকোনায় আলোকিত ও গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। হুমায়ূন আহমেদ তাঁদের অন্যতম। হিমু পাঠক আড্ডার মধ্য দিয়ে আলোকিত মানুষে ভরে উঠুক নেত্রকোনা।’
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ‘হুমায়ূন আহমেদের মতো কৃতী সন্তান জন্ম দিয়ে নেত্রকোনার মাটি ধন্য। তাঁকে স্মরণ করে হিমু আড্ডা আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।’
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে হিমু আড্ডার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪