Ajker Patrika

আসামে হাতির জন্য রেস্তোরাঁ!

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ৪২
Thumbnail image

ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে হাতির সঙ্গে মানুষের লড়াই বহুদিনের। হাতিরা জমির ফসল নষ্ট করে। হাতির হামলায় মৃত্যুর ঘটনাও প্রায় নিয়মিত। আবার খাবারের সন্ধানে লোকালয়ে এসে হাতির মৃত্যুও নতুন কিছু নয়। আসাম সরকারের হিসাব অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল এই ১০ বছরে ৮৭৫ জন মানুষ হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। একইসময়ের মধ্যে ৮২৫টি হাতিও মারা গেছে।

হাতি আর মানুষের এই প্রাণঘাতী লড়াই বন্ধে অভিনব পথ বেছে নিয়েছে আসামের হাতিপ্রেমীদের সংগঠন ‘হাতি বন্ধু’। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তারা রাজ্যের নগাঁও জেলায় খোলা আকাশের নিচে গড়ে তুলেছে হাতিদের জন্য ‘রেস্তোরাঁ’।

২০৩ বিঘা (৩৩ একর) জমির ওপর খোলা আকাশের নিচে তিন বছরের শ্রম দিয়ে তৈরি এই রেস্তোরাঁর মেনুতে রয়েছে হাতিদের সবচেয়ে প্রিয় নেপিয়ার ঘাস। রয়েছে হাতিদের প্রিয় আউটেঙা (এলিফ্যান্ট অ্যাপল), কাঁঠাল এবং হাজার পঁচিশেক কলা গাছও। চাষের জমি থেকে প্রায় পাঁচ মাইল দূরে, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা হাতিবন্ধুর এই খাদ্য প্রকল্পই এখন স্থানীয় ৩৫০ থেকে ৪০০ হাতির ভোজনালয়। নিজেদের পছন্দের রেস্তোরাঁ পেয়ে হাতিরাও খুশি। মহানন্দেই চলছে তাদের ভোজন।

হাতিবন্ধু সংগঠনের সহসভাপতি রূণ ভুইঞা জানান, এখন আর কৃষকের ফসল নষ্ট করছে না হাতিরা। নিজেদের জমিতেই নেপিয়ার ঘাস থেকে শুরু করে পছন্দের সব খাবার পাচ্ছে হাতিরা।

এমন উদ্যোগে খুশি কৃষকেরাও। হাতি তাড়াতে তাদের বাড়তি পরিশ্রম যেমন করতে হচ্ছে না, তেমনি ফসলও থাকছে সুরক্ষিত। হাতি ও মানুষের সংঘাত কমে আসায় খুশি পরিবেশপ্রেমীরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত