Ajker Patrika

জাতীয় মার্শাল আর্টে দেশসেরা নাসির

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২: ২৮
জাতীয় মার্শাল আর্টে দেশসেরা নাসির

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানীর যুবক মো. আলীমুজ্জামান নাসির। ৫৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি।

৫ আগস্ট থেকে ৪ দিনব্যাপী রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ক্রীড়া সংস্থা, নরসিংদী ক্রীড়া সংস্থা, বরিশাল ক্রীড়া সংস্থা, নোয়াখালী ক্রীড়া সংস্থা, গাজীপুর ক্রীড়া সংস্থা ও রংপুর ক্রীড়া সংস্থার ৬০ জন প্রতিযোগী অংশ নেন। নাসির গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে ৫৯ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোনেম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মো. আলীমুজ্জামান নাসিরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে। বাবা সাংবাদিক মো. পান্নু শিকদার। তিনি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় জামাত বিভাগে অধ্যয়নের পাশাপাশি ঢাকার মেজবাহ মার্শাল আর্ট একাডেমিতে অনুশীলন করেন।

আলীমুজ্জামান নাসির বলেন, ‘এ কৃতিত্বের পেছনে আমার বাবার অবদান অনেক। আমার বড় ভাইও আমাকে নানা ধরনের সহযোগিতা করেছেন। আর সর্বোপরি আমার শিক্ষক মেজবাহ স্যার নিজের মতো আমাকে গড়ে তুলেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিরা বলেন, ‘নাসির জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত