Ajker Patrika

ছয় দিনেও চাল পাননি আমতলীর জেলেরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ছয় দিনেও চাল পাননি আমতলীর জেলেরা

ছয় দিনেও আমতলী উপজেলার ৬ হাজার ৭৮৯ জেলে বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল পাননি। চাল না পেয়ে তাঁরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে মাছ ধরায়। এ সময় জেলেদের জীবনধারণের জন্য বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ইলিশ শিকার বন্ধের ছয় দিন পেরিয়ে গেলেও বুধবার পর্যন্ত আমতলী উপজেলার জেলেরা চাল পাননি।

জেলে হাবিব ফকির বলেন, ‘মোগো কষ্ট দ্যাহার কেউ নাই। হারা বচ্চর গাঙ্গে মাছ আলহে না। এ্যাহন দিছে নিষেধাজ্ঞা। ঘরে চাউল নাই। গুরাগারা লইয়্যা কষ্ট হরি।’

কুকুয়া ইউপির চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ‘জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণের অনুমতি পাইনি।’

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ‘সরকার চাল বরাদ্দ দিয়েছে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এলেই চাল বিতরণ কার্যক্রম শুরু করব।’

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘চালের ডিউতে ইউএনও স্যার স্বাক্ষর করলেই চাল বিতরণের কার্যক্রম শুরু করব।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাদিক তানভির বলেন, খবর নিয়ে দ্রুত জেলেদের চাল বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত