Ajker Patrika

আকরামের শূন্যস্থান পূরণের সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
আকরামের শূন্যস্থান পূরণের সভা

বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে গত ৬ অক্টোবর। এরই মধ্যে নবনির্বাচিত পরিচালকদের একটি সভাও হয়ে গেছে। তবে গত আড়াই মাসে নতুন স্ট্যান্ডিং কমিটি করা যায়নি। অবশেষে কমিটি পুনর্বিন্যাসটা হতে যাচ্ছে আজ বেলা সাড়ে ৩টায় শুরু বোর্ড সভায়। এ সভার মূল আলোচ্যসূচিই হচ্ছে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়া আকরাম খানের শূন্যস্থান পূরণ করা।

ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে নতুন কেউ যে আসছেন, সেটি আকরামের কথাতেই পরিষ্কার। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘ভালো লাগছিল না, আমি সরে দাঁড়িয়েছি। যেদিন বোর্ডেও থাকতে ইচ্ছে করবে না, সরে দাঁড়াব। অনেকে আমার জায়গায় আসতে আগ্রহী, জায়গাটা তাই উন্মুক্ত করে দিলাম।’

লম্বা সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করার পর কেন সরে যাচ্ছেন আকরাম, সেটির ব্যাখ্যায় নানা কথা শোনা যাচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি খুব একটা সন্তুষ্ট ছিলেন না আকরামের প্রতি। বিশেষ করে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত ও ওমানে যাওয়ার পরও দলের সঙ্গে আকরামের না থাকাটা বিসিবি সভাপতি ইতিবাচকভাবে নেননি। এ ছাড়া গত কিছু দিনে আকরামের সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের দূরত্বও পরিষ্কার হয়েছে। দীর্ঘদিন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান থাকা আকরাম অবশ্য কতটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পেরেছেন, সে আলোচনাও আছে। ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী এই অধিনায়ক এ নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না। বললেন, ‘আমার সমালোচনা করতে পারেন। তবে যে ধরনের আলোচনা হচ্ছিল, আর থাকার ইচ্ছে নেই। আমার ব্যক্তিগত ব্যবসা আছে। কিন্তু ক্রিকেট থেকে কোনো ব্যবসা করি না। কাজে স্বাধীনতা ছিল কি ছিল না, এসব নিয়ে আলোচনা হতে পারে। তবে এখান থেকে কোনো অসৎ কাজ করিনি। জেনেশুনে ক্রিকেট নষ্ট করিনি।’

প্রশ্ন হচ্ছে, ক্রিকেট পরিচালনা কমিটির নতুন প্রধান কে হচ্ছেন? সূত্র বলছে, অভিজ্ঞ কোনো সংগঠক, যিনি দীর্ঘদিন পরিচালনা পরিষদে আছেন, এমন কেউ আকরামের জায়গায় আসতে পারেন। ক্রিকেট পরিচালনা বিভাগ বাদে নতুন স্ট্যান্ডিং কমিটিতে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। প্রথমবারের মতো পরিচালনা পরিষদে আসা কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন বিভিন্ন কমিটিতে। আজকের আলোচনায় থাকতে পারে আসন্ন বিপিএল, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রসঙ্গও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত