Ajker Patrika

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ জুনে শেষ হওয়া নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১১: ১২
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ জুনে শেষ হওয়া নিয়ে সংশয়

জুনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় খেলানোর পরিকল্পনা নিয়ে ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেসিদের ঢাকায় আনার খরচের জোগান কীভাবে হবে তা নিয়ে যেমন প্রশ্ন আছে, সংশয় আছে ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হওয়া নিয়েও। যদিও বাফুফের দাবি, জুনেই শেষ হবে স্টেডিয়ামের সংস্কারকাজ।

৯৮ কোটি টাকার সংস্কার প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে। শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে লোহার দাম বাড়ায় মাঝে থমকে ছিল প্রকল্পের কাজ। ৯৮ থেকে এখন প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ কোটি টাকা। মাঠের চারপাশে এখনো অ্যাথলেটিকস টার্ফ বসেনি। আসন বসানো হয়নি গ্যালারিতে। কাজ শেষ হয়নি খেলোয়াড়দের ড্রেসিংরুম, সাংবাদিকদের প্রেসবক্সেরও। লাগানো হয়নি ফ্লাডলাইটের এলইডি বাতি।

পাঁচ মাসের মধ্যে জমানো সব কাজ শেষ করা সম্ভব কি না সেই প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আসলে বলা কঠিন। আশা করি এই সময়ের মধ্যে বড় কাজ শেষ হলেও মনে হয় সব কাজ শেষ হবে না। ফিফার কিছু নির্দেশনা, নীতিমালা আছে যা আমরা এখনো জানি না। এখনো মাঠের শেড (ছাদ) বসেনি। ক্রীড়া মন্ত্রণালয় হয়ে বাফুফের চিঠি আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত