Ajker Patrika

ডিজেলের দামে বাড়ছে খরচ

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ০৭
ডিজেলের দামে বাড়ছে খরচ

হালুয়াঘাটের বেশির ভাগ ইউনিয়নে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষকেরা বোরো ধানের বীজতলা তৈরির কাজও করছেন সমানতালে। আবার কোথাও কোথাও শেষ দিকে এসে ধানখেতে দিতে হচ্ছে সেচ। ডিজেলের দাম বাড়ায় চাষাবাদের খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

ডিজেল ও বীজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বোরো আবাদে বাড়বে খরচ। এতে উৎপাদন খরচ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের সমস্যা সমাধান করার জন্য সরকার ভর্তুকি দিচ্ছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই মাস থেকে ইতিমধ্যে অনেক কৃষক আগাম জাতের আমন ধান কেটে বীজতলা তৈরি করছেন। আবার কেউ কেউ নিচু জমিতে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন।

বীজতলা তৈরির কাজ চলবে ডিসেম্বর পর্যন্ত। বীজতলা তৈরিতে কৃষকেরা শুরুতে কিছুটা হোঁচট খেয়েছেন। ডিজেলের পাশাপাশি বেড়েছে বীজের দামও। তবে কৃষি বিভাগ থেকে কৃষকদের বীজ প্রণোদনা তালিকা করা হচ্ছে। শিগগির তাঁদের বীজ দেওয়া হবে।

স্থানীয় কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান, হঠাৎ ডিজেল ও বীজের দাম বেড়ে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। ১ লিটার ডিজেলের দাম ৮০ টাকা। ১ লিটার তেলে ৫ শতাংশ (শুকনো) জমিতে পানি দেওয়া যায় না। এইভাবে চলতে থাকলে কৃষক বাঁচব কেমনে?

সরেজমিনে উপজেলার বিএডিসি অনুমোদিত ডিলারের দোকানগুলো ঘুরে দেখা যায়, উচ্চফলনশীল হাইব্রিড জাতের ব্রিআর-১৭, ২৮, ৫৫, ৬৩, ৬৮, ৮৬, ৮৮ ও বিনা-৭, ৮, ১০, ১৪ জাতের ধান বীজ বাজারে এসেছে। এগুলোর মধ্যে এ বছর হালুয়াঘাটে আগাম জাত ২৮ ও ২৬ ধানের পাশাপাশি ব্রিআর জাতের ধানবীজের চাহিদা রয়েছে ব্যাপক। তবে গত বছরের তুলনায় ধানবীজের দাম বেশি। প্রতি কেজি ব্রিআর ধান বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা দরে।

উপজেলার সদর ইউনিয়নের প্রান্তিক কৃষক শাহজাহান আলী বলেন, ‘তেলের দাম যেরম বাড়াই দিছে সেরম ধানের দাম বাড়াইলে সে ধান কইরা পোষবো। নইলে তো কৃষকের মরণ ছাড়া উপায় নেই। এখন বীজতলা তৈরি করতে কৃষকদের ডিজেল কিনতে হচ্ছে প্রায় ৮০ টাকা দরে।’

অন্যদিকে কৃষক মন্তাজ আলী বলেন, ‘২০ হাজার ট্যাহা খরচ কইরা আমন ধান লাগাইছিলাম। সব নষ্ট অই গেছে। ধান শিষ বাইর অইছে আর মরছে। এহন আবার তেলের দাম বাড়ছে। কৃষক মরলেই তাগো কী? এই যে মাইনশে কত কিছু পায় আমরা তো কিছুই পাই না।’

এদিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের কৃষক মানিক মিয়া বলেন, ‘সবকিছুর দাম বেশি থাকায় এই বছর উৎপাদন খরচও বাড়বে। সেই হিসেবে ধানের প্রকৃত দাম কৃষক না পেলে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়বে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের তেল, সার ও বীজ ভর্তুকি দিচ্ছে। তবে বীজের দাম বাড়ার কথা না। এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত