সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলাম উদ্দিন নামের এক কৃষক বাণিজ্যিকভাবে তুলা চাষ করছেন। ইসলাম উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। আবহাওয়া অনুকূলে থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়ায় এবং রোগবালাইয়ের আক্রমণ না হওয়ায় তুলার ফলন ভালো হয়েছে। আন্তর্জাতিক বাজারে তুলার দাম ভালো। তাই ভালো লাভের আশা করছেন ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদের মাঝখানের চরে ২৫ বিঘা জমিতে তুলা চাষ করছেন ইসলাম উদ্দিন। স্বল্প সুদে ঋণ বিতরণসহ তুলা চাষে তাঁকে সব ধরনের সহযোগিতা করেছে তুলা উন্নয়ন বোর্ড। ১০-১২ বছর ধরে ওই জমিতে তিনি বাণিজ্যিকভাবে তুলা চাষ করে আসছেন। তুলার বীজ বিনা মূল্যে সরবরাহের পাশাপাশি প্রতিবছর ৪ শতাংশ সুদে দুই লাখ টাকার ঋণ পান ইসলাম উদ্দিন। তুলা চাষের জন্য চর এলাকার এই মাটি খুবই উপযোগী।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আন্তর্জাতিকভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হয়। গত বছর এক মণ তুলার দাম ছিল ২ হাজার ৭০০ টাকা। এ বছর দাম বেশ চড়া। এক মণ তুলার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা। গত বছরের তুলনায় এবার প্রতি মণ তুলায় ৭০০ টাকা বেশি পাওয়া যাবে।
সরেজমিন ওই তুলাবাগানে দেখা যায়, ২৫ বিঘা জমির সাতটি বাগানে তুলার চাষ করা হয়েছে। অধিকাংশ বাগানের তুলা ফুটে আছে। দূর থেকে সাদা ধবধবে লাগছে। শ্রমিকেরা তুলা সংগ্রহ করে বস্তায় ভরছেন। এ সময় কথা হয় ইসলামের সঙ্গে।
ইসলাম উদ্দিন বলেন, ‘চলতি বছরের জুলাই মাসে জমিতে তুলার বীজ বপন করেছেন। ডিসেম্বরের শুরুতে তুলা সংগ্রহের উপযোগী হয়েছে। এক সপ্তাহ ধরে তুলা সংগ্রহ চলছে। সাতটি বাগানের ২-৩ টিতে এখনো ফুল ফোটেনি। সপ্তাহখানেকের মধ্যে সেগুলোও ফুটবে। তুলা চাষে প্রচুর খাটুনি। শ্রমিক, কীটনাশক খরচসহ সব মিলিয়ে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। এবার তুলার ভালো ফলন হয়েছে। এক বিঘা জমি থেকে ১১-১২ মণ তুলা পাব বলে আশা করছি।’
ইসলাম আরও বলেন, ‘একবার তুলা চাষে ৩-৪ বার তুলা উত্তোলন করা যায়। ২৫ বিঘা জমি থেকে ২৫০-২৬০ মণ তুলা পাব। তুলার দামও ভালো। তাই লাভ ভালো হবে বলে আশা করছি।’
তুলা উন্নয়ন বোর্ডের পাকুন্দিয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত কটন ইউনিট অফিসার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলাম উদ্দিনকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। স্বল্প সুদে ঋণ বিতরণসহ চাষাবাদে সব সময় খোঁজ রাখা হচ্ছে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. আক্তারুজ্জামানও এই তুলাবাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তুলার ভালো ফলন হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলাম উদ্দিন নামের এক কৃষক বাণিজ্যিকভাবে তুলা চাষ করছেন। ইসলাম উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। আবহাওয়া অনুকূলে থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়ায় এবং রোগবালাইয়ের আক্রমণ না হওয়ায় তুলার ফলন ভালো হয়েছে। আন্তর্জাতিক বাজারে তুলার দাম ভালো। তাই ভালো লাভের আশা করছেন ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদের মাঝখানের চরে ২৫ বিঘা জমিতে তুলা চাষ করছেন ইসলাম উদ্দিন। স্বল্প সুদে ঋণ বিতরণসহ তুলা চাষে তাঁকে সব ধরনের সহযোগিতা করেছে তুলা উন্নয়ন বোর্ড। ১০-১২ বছর ধরে ওই জমিতে তিনি বাণিজ্যিকভাবে তুলা চাষ করে আসছেন। তুলার বীজ বিনা মূল্যে সরবরাহের পাশাপাশি প্রতিবছর ৪ শতাংশ সুদে দুই লাখ টাকার ঋণ পান ইসলাম উদ্দিন। তুলা চাষের জন্য চর এলাকার এই মাটি খুবই উপযোগী।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আন্তর্জাতিকভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হয়। গত বছর এক মণ তুলার দাম ছিল ২ হাজার ৭০০ টাকা। এ বছর দাম বেশ চড়া। এক মণ তুলার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা। গত বছরের তুলনায় এবার প্রতি মণ তুলায় ৭০০ টাকা বেশি পাওয়া যাবে।
সরেজমিন ওই তুলাবাগানে দেখা যায়, ২৫ বিঘা জমির সাতটি বাগানে তুলার চাষ করা হয়েছে। অধিকাংশ বাগানের তুলা ফুটে আছে। দূর থেকে সাদা ধবধবে লাগছে। শ্রমিকেরা তুলা সংগ্রহ করে বস্তায় ভরছেন। এ সময় কথা হয় ইসলামের সঙ্গে।
ইসলাম উদ্দিন বলেন, ‘চলতি বছরের জুলাই মাসে জমিতে তুলার বীজ বপন করেছেন। ডিসেম্বরের শুরুতে তুলা সংগ্রহের উপযোগী হয়েছে। এক সপ্তাহ ধরে তুলা সংগ্রহ চলছে। সাতটি বাগানের ২-৩ টিতে এখনো ফুল ফোটেনি। সপ্তাহখানেকের মধ্যে সেগুলোও ফুটবে। তুলা চাষে প্রচুর খাটুনি। শ্রমিক, কীটনাশক খরচসহ সব মিলিয়ে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। এবার তুলার ভালো ফলন হয়েছে। এক বিঘা জমি থেকে ১১-১২ মণ তুলা পাব বলে আশা করছি।’
ইসলাম আরও বলেন, ‘একবার তুলা চাষে ৩-৪ বার তুলা উত্তোলন করা যায়। ২৫ বিঘা জমি থেকে ২৫০-২৬০ মণ তুলা পাব। তুলার দামও ভালো। তাই লাভ ভালো হবে বলে আশা করছি।’
তুলা উন্নয়ন বোর্ডের পাকুন্দিয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত কটন ইউনিট অফিসার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলাম উদ্দিনকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। স্বল্প সুদে ঋণ বিতরণসহ চাষাবাদে সব সময় খোঁজ রাখা হচ্ছে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. আক্তারুজ্জামানও এই তুলাবাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তুলার ভালো ফলন হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪