Ajker Patrika

‘বঙ্গবন্ধুর ডাকেই মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল’

রূপসা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
‘বঙ্গবন্ধুর ডাকেই মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল’

‘১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাঁরই নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বীর শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশের মানুষ লাল সবুজের পতাকা অর্জন করেছিল। কিন্তু বিভিন্ন সময়ে ইতিহাস থেকে শেখ মুজিবকে মুছে ফেলার চেষ্টা করা হলেও সারা বিশ্বে আজ শেখ মুজিবের নাম এবং তাঁর কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে।’

জুম কনফারেন্সের মাধ্যমে সাংসদ সালাম মূর্শেদী গত শুক্রবার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার ৫০ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে রূপসা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, টিএসবি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, নৈহাটি ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি।

আরও বক্তব্য দেন সহসভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক খান আ. জব্বার শিবলী, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংবাদিক জাফর ইকবাল অপু, এম এ আজিম, গোলাম মোস্তফা, হামিদুল হক, তৌহিদুল ইসলাম কচি, আ. কাদের, আকতার খান, চিত্তরঞ্জন সেন, কর্ণপুর যুব সংঘের আশরাফ আলী রাজ, সাইফুল ইসলাম শাওন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত