Ajker Patrika

ফাউ না খেতে পেরে দোকান ভাঙচুর যুবলীগ নেতার

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১: ১৫
ফাউ না খেতে পেরে দোকান ভাঙচুর যুবলীগ নেতার

গাজীপুরের শ্রীপুরে খাবারের দোকান ভাঙচুর ও কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগের নেতা আজিজুল রহমান জন (২৭) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকার বরমী মিষ্টিঘর অ্যান্ড হোটেলে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল করে জানালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং এ সময় জন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

আজিজুল রহমান জন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাসিন্দা।

দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারজন ছেলে এসে খাবার অর্ডার করেন। পার্সেলে নেওয়ার সময় খাবারের দাম চাইলে, তাঁরা জানান যুবলীগের নেতা আজিজুল রহমান জন খাবারের দাম পরিশোধ করবেন। এ সময় দোকানের ম্যানেজার তাঁদের দাম পরিশোধ করেই খাবার নিতে বলেন। এ সময় দোকানের খাবার ফিরিয়ে নিতে উদ্যত হলে এক কর্মীকে তাঁরা মারধর করেন। এ ঘটনার কয়েক মিনিট পর যুবলীগের নেতা আজিজুল রহমান জন দলবল নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে হোটেলের ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে কয়েকজন কর্মীকে তাঁরা মারধর করে আহত করেন। দোকানের মালিক বদরুল ইসলাম এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

যুবলীগের নেতা জন মোবাইল ফোনে বলেন, ‘আমার নেতৃত্বে এই হামলা হয়নি। আমি বিষয়টি সমাধান করতে গিয়েছিলাম। এরপর হোটেল কর্তৃপক্ষের অসহযোগিতার কারণেই বিষয়টি সমাধান হয়নি।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। অভিযোগের পর পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত