Ajker Patrika

মধ্যনগরে বিএনপির সভা ও মিছিল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
মধ্যনগরে বিএনপির  সভা ও মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁকে চিকিৎসার দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরের উত্তর বংশীকুন্ডায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহিষখলা বাজারে মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁকে চিকিৎসার দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার,

ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব সরকার, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন, মধ্যনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুক্তার, যুগ্ম আহ্বায়ক হযরত আলী ও আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত