Ajker Patrika

‘রঙ্গনা’য় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু

‘রঙ্গনা’য় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু

নাটক, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই নিয়মিত মুখ ফজলুর রহমান বাবু। সম্প্রতি এই অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমায় দেখা যাবে বাবুকে। এই সিনেমা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘চিত্রনাট্য পড়ে ভালো লাগলেই কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই। চিত্রনাট্য পড়ার সময় কিছুটা হলেও বুঝতে পারি, সিনেমাটির ভবিষ্যৎ কী। সে জায়গা থেকে রঙ্গনার চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, কাজটি করা যেতে পারে। গল্পনির্ভর একটি সিনেমা। সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’

রঙ্গনা সিনেমা দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। এ সিনেমাতেই পর্দায় শাবনূরের সঙ্গে দেখা যাবে বাবুকে।

অভিনেতা বলেন, ‘উনি (শাবনূর) যে ধরনের সিনেমায় অভিনয় করতেন, সে ধরনের সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়নি। আমিও আগ্রহ দেখাইনি কাজ করার। এ কারণে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তাঁর সঙ্গে আমার পরিচয় ছিল। তাই কাজ না করলেও বোঝাপড়াটা আছে।’

     আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোক না কেন তারাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। 
    —ফজলুর রহমান বাবু, অভিনেতা

এ মাসের শুরুতেই প্রকাশ করা হয় সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেখানে তিন লুকে দেখা গেছে শাবনূরকে। কখনো হিজাবে মুখ ঢাকা, কখনো পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনূর। তবে পোস্টার প্রকাশের পর অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বাবুকে অনুরোধ করেছেন এ সিনেমা থেকে সরে আসতে। তবে নতুন নির্মাতার ওপর ভরসা রাখছেন ফজলুর রহমান বাবু।

এ প্রসঙ্গে বাবু বলেন, ‘পরিচালক নতুন নাকি পুরোনো, এই বিষয়ে আমি বিবেচনায় নিই না। আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন, তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোন না কেন, তাঁরাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কাজের প্রস্তুতি হিসেবে যতটুকু দেখেছি, মনে হয়েছে কাজটি ভালো হবে।’ 
রঙ্গনায় কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানাননি বাবু। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে রঙ্গনা সিনেমার শুটিং শুরু হবে।

এদিকে, বাবু সম্প্রতি শেষ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং। এটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার অ্যানথোলজি সিনেমা ‘জীবন জুয়া’। এতে ‘ফিল্মকানন’ নামের গল্পে অভিনয় করেছেন বাবু। বানিয়েছেন আশুতোষ সুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত