নাটক, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই নিয়মিত মুখ ফজলুর রহমান বাবু। সম্প্রতি এই অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।
আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমায় দেখা যাবে বাবুকে। এই সিনেমা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘চিত্রনাট্য পড়ে ভালো লাগলেই কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই। চিত্রনাট্য পড়ার সময় কিছুটা হলেও বুঝতে পারি, সিনেমাটির ভবিষ্যৎ কী। সে জায়গা থেকে রঙ্গনার চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, কাজটি করা যেতে পারে। গল্পনির্ভর একটি সিনেমা। সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’
রঙ্গনা সিনেমা দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। এ সিনেমাতেই পর্দায় শাবনূরের সঙ্গে দেখা যাবে বাবুকে।
অভিনেতা বলেন, ‘উনি (শাবনূর) যে ধরনের সিনেমায় অভিনয় করতেন, সে ধরনের সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়নি। আমিও আগ্রহ দেখাইনি কাজ করার। এ কারণে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তাঁর সঙ্গে আমার পরিচয় ছিল। তাই কাজ না করলেও বোঝাপড়াটা আছে।’
আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোক না কেন তারাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি।
—ফজলুর রহমান বাবু, অভিনেতা
এ মাসের শুরুতেই প্রকাশ করা হয় সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেখানে তিন লুকে দেখা গেছে শাবনূরকে। কখনো হিজাবে মুখ ঢাকা, কখনো পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনূর। তবে পোস্টার প্রকাশের পর অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বাবুকে অনুরোধ করেছেন এ সিনেমা থেকে সরে আসতে। তবে নতুন নির্মাতার ওপর ভরসা রাখছেন ফজলুর রহমান বাবু।
এ প্রসঙ্গে বাবু বলেন, ‘পরিচালক নতুন নাকি পুরোনো, এই বিষয়ে আমি বিবেচনায় নিই না। আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন, তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোন না কেন, তাঁরাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কাজের প্রস্তুতি হিসেবে যতটুকু দেখেছি, মনে হয়েছে কাজটি ভালো হবে।’
রঙ্গনায় কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানাননি বাবু। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে রঙ্গনা সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে, বাবু সম্প্রতি শেষ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং। এটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার অ্যানথোলজি সিনেমা ‘জীবন জুয়া’। এতে ‘ফিল্মকানন’ নামের গল্পে অভিনয় করেছেন বাবু। বানিয়েছেন আশুতোষ সুজন।
নাটক, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই নিয়মিত মুখ ফজলুর রহমান বাবু। সম্প্রতি এই অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।
আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমায় দেখা যাবে বাবুকে। এই সিনেমা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘চিত্রনাট্য পড়ে ভালো লাগলেই কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই। চিত্রনাট্য পড়ার সময় কিছুটা হলেও বুঝতে পারি, সিনেমাটির ভবিষ্যৎ কী। সে জায়গা থেকে রঙ্গনার চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, কাজটি করা যেতে পারে। গল্পনির্ভর একটি সিনেমা। সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’
রঙ্গনা সিনেমা দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। এ সিনেমাতেই পর্দায় শাবনূরের সঙ্গে দেখা যাবে বাবুকে।
অভিনেতা বলেন, ‘উনি (শাবনূর) যে ধরনের সিনেমায় অভিনয় করতেন, সে ধরনের সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়নি। আমিও আগ্রহ দেখাইনি কাজ করার। এ কারণে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তাঁর সঙ্গে আমার পরিচয় ছিল। তাই কাজ না করলেও বোঝাপড়াটা আছে।’
আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোক না কেন তারাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি।
—ফজলুর রহমান বাবু, অভিনেতা
এ মাসের শুরুতেই প্রকাশ করা হয় সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেখানে তিন লুকে দেখা গেছে শাবনূরকে। কখনো হিজাবে মুখ ঢাকা, কখনো পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনূর। তবে পোস্টার প্রকাশের পর অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বাবুকে অনুরোধ করেছেন এ সিনেমা থেকে সরে আসতে। তবে নতুন নির্মাতার ওপর ভরসা রাখছেন ফজলুর রহমান বাবু।
এ প্রসঙ্গে বাবু বলেন, ‘পরিচালক নতুন নাকি পুরোনো, এই বিষয়ে আমি বিবেচনায় নিই না। আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন, তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোন না কেন, তাঁরাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কাজের প্রস্তুতি হিসেবে যতটুকু দেখেছি, মনে হয়েছে কাজটি ভালো হবে।’
রঙ্গনায় কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানাননি বাবু। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে রঙ্গনা সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে, বাবু সম্প্রতি শেষ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার শুটিং। এটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার অ্যানথোলজি সিনেমা ‘জীবন জুয়া’। এতে ‘ফিল্মকানন’ নামের গল্পে অভিনয় করেছেন বাবু। বানিয়েছেন আশুতোষ সুজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪