Ajker Patrika

শুটিংয়ে ফিরলেন ফেরদৌস-পূর্ণিমা

শুটিংয়ে ফিরলেন ফেরদৌস-পূর্ণিমা

ফেরদৌস ও পূর্ণিমা একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তবে সবচেয়ে বেশি করেছেন উপস্থাপনা। টিভি অনুষ্ঠান, করপোরেট শোসহ অনেক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছে তাঁদের উপস্থাপনায়। কাজের গণ্ডি পেরিয়ে ব্যক্তিজীবনেও খুব কাছের বন্ধু তাঁরা। পূর্ণিমা শেষ যে দুটি সিনেমায় অভিনয় করেছেন, সেই ‘জ্যাম’ ও ‘গাঙচিল’-এ ফেরদৌসই ছিলেন তাঁর সহশিল্পী।

অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করছেন পূর্ণিমা। নাম ‘আহারে জীবন’। বানাচ্ছেন ছটকু আহমেদ। এ সিনেমায়ও ফেরদৌস আছেন পূর্ণিমার সঙ্গী হিসেবে। গত রোববার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা। আর ইউনিটে ফেরদৌস যোগ দিয়েছেন গতকাল থেকে। সিনেমাটি নিয়ে পূর্ণিমা বলেন, ‘করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার।’

২৫ বছর আগে ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফেরদৌস। এত বছর পর আবারও ছটকু আহমেদের পরিচালনায় কাজের সুযোগ পেলেন। ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে আমার গুরু ছটকু ভাই। তাঁর কাছেই অভিনয়ের অনেক কিছু শিখেছি। অবাক করা বিষয়, ‘‘বুকের ভিতর আগুন”-এর পর তাঁর আর কোনো সিনেমায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি আমার। দীর্ঘ এত বছর পর আবারও তাঁর নির্দেশনায় কাজ করছি, খুব ভালো লাগছে।’

ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও ‘আহারে জীবন’-এ দেখা যাবে সুচরিতা, শাহনূর ও তুষার খানকে। জানা গেছে, করোনা মহামারির সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে ‘আহারে জীবন’ সিনেমার গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত