Ajker Patrika

পানির বিল কমানোর দাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
পানির বিল কমানোর দাবিতে মানববন্ধন

সিলেট সিটি করপোরেশনের অস্বাভাবিকভাবে পানির বিল বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে বিল কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার নগরীর সাপ্লাই রোডে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খানের সভাপতিত্বে ও মো. মুহিবুর রহমান বকস্ আবুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক।

বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, অ্যাডভোকেট মশরুর চৌধুরী শওকত, কামরুল হাসান শাহিন, জুনু মিয়া, অধ্যাপক কামরান আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশন হঠাৎ করে পানির বিল বৃদ্ধি করেছে তা নগরবাসীর জন্য অসহনীয় বিষয়। দ্রুত বর্ধিত বিল প্রত্যাহার করে নতুন পানির বিল নির্ধারণ করতে হবে। পানির বিল কমিয়ে নির্ধারণ না করা হলে সিটি করপোরেশন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হঠাৎ করে গ্রাহকদের পানির বিল দ্বিগুণ করে সিসিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত