Ajker Patrika

দাওয়াত পাচ্ছেন ৩৫০০ অতিথি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১৭: ২২
Thumbnail image

পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশের। এই অনুষ্ঠানের জন্য প্রায় ৩ হাজার ৫০০ জনের মতো অতিথিকে দাওয়াত দেবে সেতু বিভাগ। এরই মধ্যে সমাবেশের মঞ্চসহ সব ধরনের ব্যবস্থা পাকা করতে কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সেতু বিভাগের পরিচালক (প্রশাসন) মো. রূপম আনোয়ার বলেন, ‘মোট ৩ হাজার ৫০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য তালিকা করা হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপানো হয়ে গেছে। এখন তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট

অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ চলছে।’

সেতু বিভাগ সূত্রে আরও জানা যায়, অতিথিদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন থাকবেন। থাকবেন বিদেশি রাষ্ট্রদূত, সরকারি আমলা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, এডিবিসহ নানা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া থাকছেন সেতুর কাজে যুক্ত থাকা দেশ-বিদেশের বড় বড় প্রকৌশলী। সেতুর কাজের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ আরও অনেকে থাকবেন।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে, গতকাল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালকের দপ্তরে সূত্রে জানা যায়, আমন্ত্রিত অতিথিদের তালিকায় এখনো সংযোজন-বিয়োজন করা হচ্ছে। প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সেতুর কাজের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, এমন কর্মকর্তাদের আমন্ত্রণ দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই তালিকা থেকে সবাইকে নেওয়া যাচ্ছে না। সব লোক নিতে গেলে তালিকা অনেক লম্বা হয়ে যাবে, ফলে সেদিকেও নজর রাখতে হচ্ছে। সেতুর কাজের বিষয়ে তিনি বলেন, সেতুর আর বড় কোনো কাজ বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত